পৃথিবীতে সবচেয়ে চিন্তাশীল এবং বুদ্ধিমান প্রাণী হল মানুষ। তবে মাঝে মাঝে প্রাণীরা এমন কিছু কাজ করে, যা দেখে মানুষেরও চোখ কপাল ওঠা ছাড়া আর কোনও উপায় থাকে না। সোশ্যাল মিডিয়ায় গরুর একটি ভিডিয়ো ভাইরাল হচ্ছে। যাতে লোকেরা একটি গরুর বুদ্ধিমত্তা দেখে হতবাক। এই ভিডিয়োটি দেখার পরে, আপনিও নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। কিন্তু ভিডিয়োটিতে গরুটি কী এমন করেছে?
ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি গরুকে খুঁটিতে বেঁধে রাখা হয়েছে। তবে গরুটি একটুও পছন্দ করেছে না ওভাবে থাকতে। তবে এর উপায় কী? গরুটি তার সব শক্তি দিয়ে খুঁটি উপড়ে ফেলার সিদ্ধান্ত নেয়। কিন্তু যখন তা সম্ভব হয় না, তখন এমন এক কাজ করে, যা আপনি ভাবতেও পারবেন না। গরুটি তার শিং-এ দড়িটি জড়িয়ে নিতে থাকল। শিংয়ে দড়ি আটকে জোর করে টান দিল। জোর করে দড়ি টেনে মাটিতে আটকে থাকা খুঁটি বেরিয়ে যায় এবং এই বন্দি গরু মুক্ত হয়।
Very clever 💕pic.twitter.com/Eo6rdX15eu
— Figen (@TheFigen_) October 22, 2023
ভিডিয়োতে দেখা যাচ্ছে, খুঁটি থেকে মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে গরুটি খুশিতে এদিক ওদিক দৌড়াতে শুরু করে। গরুটি খুঁটি থেকে মুক্তি পেলেও খুঁটিটি তার শিংয়ে ঝুলতে থাকে। এই ভিডিয়ো দেখার পর অধিকাংশ নেটিজেন হতবাক। ভিডিয়োটি পোস্ট করতেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছে। এখনও পর্যন্ত প্রচুর লাইক আর শেয়ার হয়েছে এই মজার ভিডিয়োটি। এক ব্য়ক্তি কমেন্টে লিখেছেন, “গরুটিকে দেখে মনে হল সে এমন কাজ আগেও করেছে। সে ভাল করেই জানে কীভাবে পালাতে হয়।”