একটি বাঘের ছবি দেখে নেটপাড়ার লোকজন রীতিমতো ধন্দ্বে পড়ে গিয়েছেন। কেন, ধন্দ্বে পড়ার মতো কী এমন রয়েছে সেই ছবিতে? আসলে ওই ছবিটিতে একটি বাঘকে দেখা যাচ্ছে। কিন্তু সেখানে লুকিয়ে রয়েছে আরও একটি বাঘ। সেই বাঘটিকেই কেউ খুঁজে বের করতে পারছেন না। মানে ৯৯ শতাংশ মানুষের উত্তরই ভুল। কেউ বলছেন, গাছের ফাঁকে লুকিয়ে রয়েছে বাঘটি। কারও বা উত্তর অন্য কোথাও। সব মিলিয়ে এই অপ্টিক্যাল ইলিউশন (Optical Illusion) নিয়ে দ্বিধাবিভক্ত নেটপাড়ার লোকজন। ছবিটি ব্যাপক ভাইরালও (Viral) হয়েছে। আপনিও একবার চেষ্টা করে দেখুন তো।
সত্যি কথা বলতে গেলে কী, এই ছবিটা আসলে একটা ধাঁধা। সচরাচর যে অপ্টিক্যাল ইলিউশনগুলো দেখতে পান, সেগুলির থেকে অনেকটাই আলাদা। কারণ, বাঘ এমন একটা প্রাণী যার লুকিয়ে থাকা কার্যত অসম্ভব। আর যদি ধরেও নেওয়া যায়, সে লুকিয়ে রয়েছে তাহলে তা আপনার চোখকে ফাঁকি দেওয়াটাও খুবই দুষ্কর কাজ একটা। আর সেই কারণেই সঠিক উত্তরটা দিতে পারছেন না কেউ।
এখন এই ছবিতে আপনি যদি সত্যিই অন্য আর একটা বাঘকে খুঁজতে যান, তাহলে বড্ড বোকামি করবেন। খুব ভাল করে যদি ছবিটা লক্ষ্য করেন, তাহলে কোনও ভাবেই অন্য আর একটা বাঘকে আপনি খুঁজে পাবেন না। তাহলে?
আসলে লুকোনো বাঘ বা হিডেন টাইগার এই শব্দ দুটো আপনি দেখতে পেয়ে যাবেন ওই ডোরাকাটার শরীরে। তাই প্রথমে বলা হয়েছে, এটি আসলে ছবির ধাঁধা। আপনি যদি বাঘের ধড়ের দিকে মনোযোগ সহকারে তাকান তবে আপনি তিনটি শব্দ দেখতে পাবেন – The Hidden Tiger। বাঘের পেট জুড়ে প্রসারিত, তার পিছনের একটি পায়ের নীচ পর্যন্ত চলে গিয়েছে ওই তিনটে শব্দ। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন।