পশুপাখীদের প্রতি দয়ালু হওয়ায় সবসময়েই খুব ভাল আচরণ। পশুপাখী প্রেমীরা সবসময়েই পরামর্শ দেন ওইসব অবলা জীবের প্রতি একটু দয়ালু আচরণ করার। এই যেমন ধরুন গরমের দিনে তৃষ্ণার্ত প্রাণীদের জল খাওয়ানো অত্যন্ত ভাল কাজ। তবে এইসব দয়া সচরাচর কিন্তু সাপের প্রতি কেউ দেখান না। আসলে সকলেই প্রায় ভয় পান সাপ। সেইজন্য সাপের ধারেকাছে মানুষকে বিশেষ যেতে দেখা যায় না। তবে এবার দেখা গিয়েছে মাছের জালে আটকে যাওয়া একটি তৃষ্ণার্ত কেউটে সাপকে উদ্ধার করে তাকে জল খাইয়েছেন এক ব্যক্তি। সেই ভিডিয়ো আবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে। জানা গিয়েছে, ওড়িশার ভদ্রক জেলায় এই দৃশ্য দেখা গিয়েছে। এর পাশাপাশি এও জানা গিয়েছে ওই মাছের জালের মধ্যে প্রায় ৬ দিন ধরে আটকে ছিল সুবিশাল বিষাক্ত monocled সাপটি।
দেখে নিন তৃষ্ণার্ত সাপকে জল খাওয়ানোর ভাইরাল ভিডিয়ো
ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, একটা বোতল থেকে জল খাওয়ানো হচ্ছে ওই সাপটিকে। তার জল খাওয়ার ধরন দেখেই বোঝা যাচ্ছে যে কী মারাত্মক তৃষ্ণার্ত ছিল সে। একেবারে চোঁ চোঁ করে জল খেয়েছে ওই সাপটি। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে যে, প্রথমে মাছের জালে জড়িয়ে থাকা সাপটিকে উদ্ধারের চেষ্টা করছেন এক ব্যক্তি। হাতে একটা অ্যালুমিনিয়ামের বাঁকানো রড আর কাঁচি নিয়ে এগিয়ে গিয়েছেন তিনি। একটু একটু করে জাল কেটে সাপটিকে বের করার চেষ্টা করেছেন তিনি। প্রথমে খানিকটা জাল কেটে নেওয়া পর ফণা তুলে দাঁড়িয়েছিল সাপটি। তখনই তাকে জল খাওয়ানো হয়েছে। প্রথমে বোতল থেকে অল্প অল্প করে সাপের মুখে জল ঢেলে দেওয়া হচ্ছিল। তারপর বোতলটা সাপের আর একটু মুখের কাছে আনার পর সেখানে মাথা ঢুকিয়ে চোঁ চোঁ করে জল খেতে শুরু করেছিল সাপটি।
খানিকটা জল খাওয়ানোর পর সাপটিকে উদ্ধার করতে সক্ষম হন বনকর্মীরা। প্রথমে স্থানীয়রাই দেখতে পান যে একটি মাছের জালের মধ্যে সাপটি ওভাবে আটকে পড়েছে। তাঁরাই খবর দেন বনকর্মীদের। সাপ ধরার লোক নিয়ে এলাকায় হাজির হন সকলে। এর পরেই সাপটিকে উদ্ধার করে জল খাইয়ে তারপর বস্তায় ভরে পাঠানো হয়েছে নিরাপদ জায়গায়। সাপটিকে মাছের জাল থেকে বের করে বস্তার মধ্যে ভরতেও দেখা গিয়েছে। তৃষ্ণার্ত সাপকে যে গরমে একটু জল খাওয়ানো গিয়েছে, এটা সত্যিই প্রশংসনীয় আচরণ বলেই জানিয়েছেন নেটিজ়েনরা। এর আগেও সাপকে জল খাওয়ানোর ভিডিয়ো দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে।
পশুপাখীদের প্রতি দয়ালু হওয়ায় সবসময়েই খুব ভাল আচরণ। পশুপাখী প্রেমীরা সবসময়েই পরামর্শ দেন ওইসব অবলা জীবের প্রতি একটু দয়ালু আচরণ করার। এই যেমন ধরুন গরমের দিনে তৃষ্ণার্ত প্রাণীদের জল খাওয়ানো অত্যন্ত ভাল কাজ। তবে এইসব দয়া সচরাচর কিন্তু সাপের প্রতি কেউ দেখান না। আসলে সকলেই প্রায় ভয় পান সাপ। সেইজন্য সাপের ধারেকাছে মানুষকে বিশেষ যেতে দেখা যায় না। তবে এবার দেখা গিয়েছে মাছের জালে আটকে যাওয়া একটি তৃষ্ণার্ত কেউটে সাপকে উদ্ধার করে তাকে জল খাইয়েছেন এক ব্যক্তি। সেই ভিডিয়ো আবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে। জানা গিয়েছে, ওড়িশার ভদ্রক জেলায় এই দৃশ্য দেখা গিয়েছে। এর পাশাপাশি এও জানা গিয়েছে ওই মাছের জালের মধ্যে প্রায় ৬ দিন ধরে আটকে ছিল সুবিশাল বিষাক্ত monocled সাপটি।
দেখে নিন তৃষ্ণার্ত সাপকে জল খাওয়ানোর ভাইরাল ভিডিয়ো
ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, একটা বোতল থেকে জল খাওয়ানো হচ্ছে ওই সাপটিকে। তার জল খাওয়ার ধরন দেখেই বোঝা যাচ্ছে যে কী মারাত্মক তৃষ্ণার্ত ছিল সে। একেবারে চোঁ চোঁ করে জল খেয়েছে ওই সাপটি। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে যে, প্রথমে মাছের জালে জড়িয়ে থাকা সাপটিকে উদ্ধারের চেষ্টা করছেন এক ব্যক্তি। হাতে একটা অ্যালুমিনিয়ামের বাঁকানো রড আর কাঁচি নিয়ে এগিয়ে গিয়েছেন তিনি। একটু একটু করে জাল কেটে সাপটিকে বের করার চেষ্টা করেছেন তিনি। প্রথমে খানিকটা জাল কেটে নেওয়া পর ফণা তুলে দাঁড়িয়েছিল সাপটি। তখনই তাকে জল খাওয়ানো হয়েছে। প্রথমে বোতল থেকে অল্প অল্প করে সাপের মুখে জল ঢেলে দেওয়া হচ্ছিল। তারপর বোতলটা সাপের আর একটু মুখের কাছে আনার পর সেখানে মাথা ঢুকিয়ে চোঁ চোঁ করে জল খেতে শুরু করেছিল সাপটি।
খানিকটা জল খাওয়ানোর পর সাপটিকে উদ্ধার করতে সক্ষম হন বনকর্মীরা। প্রথমে স্থানীয়রাই দেখতে পান যে একটি মাছের জালের মধ্যে সাপটি ওভাবে আটকে পড়েছে। তাঁরাই খবর দেন বনকর্মীদের। সাপ ধরার লোক নিয়ে এলাকায় হাজির হন সকলে। এর পরেই সাপটিকে উদ্ধার করে জল খাইয়ে তারপর বস্তায় ভরে পাঠানো হয়েছে নিরাপদ জায়গায়। সাপটিকে মাছের জাল থেকে বের করে বস্তার মধ্যে ভরতেও দেখা গিয়েছে। তৃষ্ণার্ত সাপকে যে গরমে একটু জল খাওয়ানো গিয়েছে, এটা সত্যিই প্রশংসনীয় আচরণ বলেই জানিয়েছেন নেটিজ়েনরা। এর আগেও সাপকে জল খাওয়ানোর ভিডিয়ো দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে।