চিতাবাঘ মায়ের সঙ্গে খেলায় মত্ত খুদে শাবক, ‘মিষ্টি মুহূর্ত’ দেখে মুগ্ধ নেট দুনিয়া

Sohini chakrabarty |

Feb 07, 2021 | 1:49 PM

মায়ের সঙ্গে শিশু যখন খেলায় মত্ত হয়, তখন সেই দৃশ্য বরাবরই সকলের কাছে বড্ড প্রিয়

চিতাবাঘ মায়ের সঙ্গে খেলায় মত্ত খুদে শাবক, মিষ্টি মুহূর্ত দেখে মুগ্ধ নেট দুনিয়া
মায়ের গলা জড়িয়ে সে কী আদর।

Follow Us

মায়ের সঙ্গে সন্তানের বন্ধন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্কগুলোর মধ্যে অন্যতম। মনুষ্য সন্তান হোক কিংবা পশু-পাখির শাবক, অপত্য স্নেহ সব জায়গাতেই সমান। আর মায়ের সঙ্গে শিশু যখন খেলায় মত্ত হয়, তখন সেই দৃশ্য বরাবরই সকলের কাছে বড্ড প্রিয়, আবেগঘন।

সদ্যই টুইটারে এক মা ও তার সন্তানের খেলার মুহূর্ত ভাইরাল হয়েছে। তবে এখানে মা একটি চিতাবাঘ। একরত্তি শাবক তার মায়ের সঙ্গে খেলায় মেতেছে। মা যতই স্থির হয়ে চুপচাপ বসে থাকুক না কেন, ছোট্ট চিতাবাঘটি মায়ের ঘাড়ে চড়ে খেলতে ব্যস্ত। কখনো আলতো করে মায়ের কান কামড়ে দিচ্ছে। কখনও বা ছোট্ট ছোট্ট থাবা দিয়ে জড়িয়ে ধরছে মায়ের গলা। দু’চার-বার মায়ের মাথার দিকেও নজর দেওয়া হয়ে গিয়েছে ওই খুদে চিতাবাঘের। সারাক্ষণ চিতাবাঘ মায়ের গলা জড়িয়ে আদরে-আহ্লাদে ভরিয়ে দিয়েছে তার সন্তান। মা-ও যে সন্তানের সঙ্গে এমন মুহূর্ত বেশ উপভোগ করেছে তা বেশ ভালই বোঝা গিয়েছে ওই ভিডিয়োতে।

৯ সেকেন্ডের এই ভিডিয়ো টুইটারে শেয়ার করেছেন মুকুল পঙ্কজ মণি নামের এক ব্যক্তি। টুইটার হ্যান্ডের অনুযায়ী এই ব্যক্তি বিহার সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক। ভিডিয়ো টুইট করে ইন্ডিয়ার ফরেস্ট সার্ভিসের অফিসার (আইএফএস) প্রবীণ কাসওয়ানকে ট্যাগও করেছেন মুকুল। এর মধ্যেই সাড়ে ৫ হাজারের বেশি মানুষ এই ভিডিয়ো দেখে ফেলেছেন। লাইক-কমেন্ট-রিটুইট-শেয়ার সবই হয়েছে ব্যাপক পরিমাণে। চিতাবাঘ মা আর তার শাবকের এমন মিষ্টি মুহূর্ত দেখে মুগ্ধ নেটিজেনরা।

তবে এই ভিডিয়ো কবে, কোথায় তোলা হয়েছে বা কে তুলেছেন সে ব্যাপারে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।

Next Article