মেয়েকে স্যালুট বাবার! ভাইরাল ছবি

utsha hazra | Edited By: সৌরভ পাল

Feb 04, 2021 | 2:33 PM

জেসসি প্রসাদ আর শ্যাম সুন্দর সম্পর্কে বাবা ও মেয়ে। ডিউটির মাঝেই তৈরি হল আবেগ ঘন মুহূর্ত ।

মেয়েকে স্যালুট বাবার! ভাইরাল ছবি
মেয়েকে স্যালুট বাবার

Follow Us

পুলিশের উর্দিতে হাসিমুখে দাঁড়িয়ে আছেন অন্ধ্রপ্রদেশ পুলিশ দপ্তরের ‘ডেপুটি সুপারইনডেনটেন্ট’ জেসসি প্রসাদ। তাঁর সামনে স্যালুট ঠুকছেন ইন্সপেক্টর শ্যাম সুন্দর। হ্যাঁ মনে হতেই পারে এই ছবিটির মধ্যে স্পেশ্যাল কী আছে? এই ছবির পিছনে লুকিয়ে আছে অসাধারণ গল্প। জেসসি প্রসাদ আর শ্যাম সুন্দর সম্পর্কে বাবা ও মেয়ে। ডিউটির মাঝেই এমনই এক আবেগ ঘন মুহূর্ত তৈরি হল। মেয়েকে দেখে স্যালুট ঠুকলেন বাবা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া মাত্রই ভাইরাল সেই ছবি।

জেসসি শেয়ার করলেন পুলিশে যোগ দেওয়ার আসল কারণ।তাঁর কথায়, বাবাই তাঁর আদর্শ, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।জেসসি বলেন, “প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখতাম বাবা পুলিশের উর্দি পরে তৈরি ডিউটিতে যাওয়ার জন্য। বাবা যখন টহল দিতে বেরোতেন, তখন সবাই তাঁকে স্যালুট করছে।আর সেইদিন থেকে আমিও প্রতিদিন সকালে বাবাকে স্যালুট করা শুরু করি। বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমি উপলব্ধি করি, বাবা কতটা স্বার্থত্যাগ করেছে , কতটা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে গেছেন।”

 

জেসসি আরও বলেন, “শুধুমাত্র নিজের কাজকে ভালবেসে প্রচুর নিদ্রাহীন রাত কাটিয়েছে। কত কত দিন না খেয়ে কাটিয়েছেন।এমনই একদিন আমি আমার মত টহল দিচ্ছিলাম। আর হঠাৎই বাবা আসেন। আমি জানি না সেদিন বাবার ঠিক কী হয়েছিল। হয়তো আমাকে পুলিশের উর্দিতে ডিউটিতে দেখে আবেগ প্রবণ হয়ে পড়েছিলেন। তাই ডিউটির মাঝেই হঠাৎ করে দাঁড়িয়ে আমায় স্যালুট করেন। আমার মনে হয় এই দিনই আমি পুলিশ হিসাবে আসল স্বীকৃতি পেলাম।যদিও এই পেশায় আমার এক বছর হয়ে গেছে। কিন্তু এই মুহূর্তটাই হল আমার পুলিশ হয়ে ওঠার সার্থকতা।”

আরও পড়ুন:বরফের উপর ভাল্লুকের তাড়া, কোনও মতে প্রাণ বাঁচিয়ে পালালেন যুবক, দেখুন ভিডিয়ো

আর বাবামেয়ের এই গল্প সোশ্যাল মিডিয়ায় পোস্টের সঙ্গে সঙ্গেই তা ভাইরাল। ৪২০০০ এরও বেশী লাইক আর কমেেন্ট ভরতি। এই মিষ্টি গল্প শুনে অভিভূত নেটিজেনরা।

Next Article