AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: টুকলি করার ‘বিশেষজ্ঞ’ কৌশল টুইটারে, কিন্তু নেটিজ়েনদের মোটেই পছন্দ নয়

Viral Video Today: পরীক্ষায় চিটিং করার অনবদ্য একটি কৌশল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে দেখা গেল, পেন রাখার একটি ব্যাগের ভিতরে কয়েকটি পেন রাখা রয়েছে। ও বাবা! তারপর দেখা গেল, সেগুলি পেন নয়, ফোনের স্ক্রিন। সেখানে ওই পেনগুলি আসলে ফোনের ওয়ালপেপার।

Viral Video: টুকলি করার 'বিশেষজ্ঞ' কৌশল টুইটারে, কিন্তু নেটিজ়েনদের মোটেই পছন্দ নয়
এভাবেও যে চিটিং করা যায়, তা কি আগে জানতেন?
| Edited By: | Updated on: Dec 08, 2022 | 7:15 AM
Share

ইন্টারনেটে আজকাল পাবেন না বলে এমন কোনও বস্তু নেই। অত্যন্ত প্রয়োজনীয় থেকে এক্কেবারে অপ্রয়োজনীয়, সব কিছু আপনার থেকে মাত্র এক ক্লিক দূরে। পরীক্ষায় চিটিং করার অনবদ্য একটি কৌশল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে দেখা গেল, পেন রাখার একটি ব্যাগের ভিতরে কয়েকটি পেন রাখা রয়েছে। ও বাবা! তারপর দেখা গেল, সেগুলি পেন নয়, ফোনের স্ক্রিন। সেখানে ওই পেনগুলি আসলে ফোনের ওয়ালপেপার। ওয়ালপেপারটা সরিয়ে দিলেই দেখা যাচ্ছে ফোনে কিছু লেখা রয়েছে, যা পরীক্ষায় আসা কোনও এক প্রশ্নের উত্তর হতে পারে।

সদ্য ভাইরাল হওয়া এই ভিডিয়োটি টুইটারে ল্যান্স নামক একটি পেজ থেকে শেয়ার করা হয়েছে। সেই ভিডিয়োতেই ধরা পড়েছে চিটিংয়ের অনবদ্য কৌশল। আর সেই কৌশলটি শেখার জন্য ফোনে জাস্ট একটা ওয়ালপেপার ডাউনলোড করে রাখতে হবে, যা দেখতে একটি পেন স্ট্যাকের মতোই। ওই ব্যক্তি ফোনটিকে রেখে দিয়েছেন পেনসিল বক্সের ঠিক ভিতরে। তারপর দেখালেন, কীভাবে ফোনের ওয়ালপেপার সরিয়ে টোকার জন্য নোটসটিকে সামনে নিয়ে এলেন।

টুইটারে এই ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “এটা হল এক্সপার্ট লেভেলের চিটিং।” ভিডিয়োটি অনলাইনে শেয়ার হওয়ার পর থেকে প্রায় চার মিলিয়নের কাছাকাছি ভিউ হয়ে গিয়েছে। অসাধারণ এই হ্যাক সম্পর্কে নেটিজ়েনদের অনেক কিছু বলার আছে, কমেন্ট বক্সেই তাঁরা তুলে ধরেছেন নিজেদের মন্তব্য।

একজন মজা করে লিখলেন, “তোমার পেনসিল বক্সের পেনগুলি থেকে আলো কেন জ্বলছে, শিক্ষক যতক্ষণটা এটা জিজ্ঞেস করছেন ততক্ষণ ঠিক আছে।” আর একজন যোগ করলেন, “না, পেনসিল বক্স থেকে বারবার কিছু বের করার থেকে আঙুল দিয়ে বারবার স্ক্রল করা মোটেই সন্দেহজনক নয়। পরীক্ষার হলে নিয়ে গেলে পরীক্ষক খুব ভাল করে বুঝে যাবেন যে এটা একটা ফোন।”