Optical Illusion: তিনজন নার্সের মধ্যে একজন ভুয়ো, বলুন তো তিনি কে

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Oct 28, 2023 | 2:51 PM

Spot Fake Nurse: ছবির প্রত্যেক নার্সই একটি সাদা রঙের কোট পরে রয়েছেন। দুজন নারীর কোলে রয়েছে একটি করে শিশু। একমাত্র তৃতীয় নারীর কোলে রয়েছে দুটি সন্তান। কিন্তু এখান থেকে কীভাবে বুঝবেন, কোন নার্স ভুয়ো? একটু ভাল করে ছবিটা দেখলেই আপনি তা ধরতে পারবেন। 7 সেকেন্ড সময় রয়েছে আপনার কাছে। এর মধ্যেই ভুয়ো নার্সকে খুঁজে বের করতে হবে।

Optical Illusion: তিনজন নার্সের মধ্যে একজন ভুয়ো, বলুন তো তিনি কে
ভুয়ো নার্স কে, খুঁজে বের করুন।

Follow Us

আপনার মধ্যে যে গোয়েন্দা সত্ত্বাটি লুকিয়ে রয়েছে, তাকে একবার জাগিয়ে দেখতে চান? তা যদি করতে চান, তাহলে অপটিক্যাল ইলিউশনের থেকে ভাল বিষয় আর কিছু হতে পারে না। এই ছবিগুলি আসলে একপ্রকারের ধাঁধা, যা আপনার পর্যবেক্ষণ দক্ষতার পরীক্ষা নেয়। তার থেকেও বড় কথা হল, ছবিগুলি আপনার আইকিউ লেভেলও পরীক্ষা করে দেখে। কিছু কিছু আবার এমন ছবিও থাকে, যা আপনার ব্যক্তিত্বের নানা অজানা দিক তুলে ধরে।

আপনাদের জন্য সেরকমই একটা ছবি নিয়ে নিয়ে হাজির হয়েছি আমরা। এই ছবিটি আপনার মধ্যে লুকিয়ে থাকা গোয়েন্দা সত্ত্বাকে জাগিয়ে তুলতে পারে। সোশ্যাল মিডিয়ায় এই ‘ডিটেক্টিভ পাজ়ল’ খুবই ভাইরাল হয়েছে। গোয়েন্দার মতো চোখ থাকলেই আপনি এই ধাঁধার সমাধান করতে পারবেন। এখানে তিনজন নারীকে আপনি দেখতে পাচ্ছেন। তাঁদের প্রত্যেকের কোলেই রয়েছে বাচ্চা। এখন এদের মধ্যে একজন নার্স ভুয়ো। আপনার কাজ হল তাকেই খুঁজে বের করা।

ছবির প্রত্যেক নার্সই একটি সাদা রঙের কোট পরে রয়েছেন। দুজন নারীর কোলে রয়েছে একটি করে শিশু। একমাত্র তৃতীয় নারীর কোলে রয়েছে দুটি সন্তান। কিন্তু এখান থেকে কীভাবে বুঝবেন, কোন নার্স ভুয়ো? একটু ভাল করে ছবিটা দেখলেই আপনি তা ধরতে পারবেন। 7 সেকেন্ড সময় রয়েছে আপনার কাছে। এর মধ্যেই ভুয়ো নার্সকে খুঁজে বের করতে হবে।

ছবিটির প্রতিটি অংশ ভালোভাবে দেখলে আপনার নজর অবশ্যই পড়বে তিনজন নার্সের আইডি কার্ডের দিকে। আপনি যখন জুম ইন করে তিনজন মহিলার কার্ড একটু খুঁটিয়ে দেখবেন, তখন দেখবেন মাঝখানে দাঁড়িয়ে থাকা মহিলাটি একজন পুরুষের আইডি কার্ড ব্যবহার করছেন। এখান থেকেই স্পষ্টভাবে বোঝা যায় যে, ওই মহিলা আসলে নার্স নন। তিনি অন্য কারও পরিচয়পত্র নিয়ে হাসপাতালে প্রবেশ করেছেন। বিষয়টি বুঝতে অসুবিধা হলে নিচের ছবিটি ভাল করে দেখুন একবার।

Next Article