আজকের ইন্টারনেট বিস্ময়কর ঘটনায় পরিপূর্ণ। সোশ্যাল মিডিয়ায় এমনই সব ঘটনা আমাদের নজরে আসে, যা বিশ্বাস করা কার্যত কঠিন হয়ে যায়। ঠিক যেরকমটা আমাদের নজরে এল সদ্য ভাইরাল হওয়া ভিডিয়ো থেকে। এক ব্যক্তিকে দেখা গেল, বাঘের গলায় চেন দিয়ে বেঁধে তাকে রাস্তায় নিয়ে বেরিয়েছেন। সে সময় রাস্তা দিয়ে যে সব মানুষজন হাঁটাচলা করছিলেন, তাঁরা বাঘটিকে দেখার পরে রীতিমতো আঁতকে উঠছিলেন। আর বাঘটিও চেনে বাঁধা থাকলে কী হবে, তেড়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিল।
ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে Tip Top Yatra নামক একটি হ্যান্ডেল থেকে। ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। প্রচুর মানুষ ভিডিয়োটি দেখেছেন, কমেন্টও করেছেন অনেকে। কেউ এই ঘটনা চাক্ষুষ করার পরে খুবই ভয় পেয়েছেন। কেউ কেউ আবার ওই ব্যক্তিকে তীব্র কটাক্ষ করেছেন। এদিকে আবার ভিডিয়োর ক্যাপশনে আশ্চর্যজনক ভাবে লেখা হয়েছে, ‘কর্নাটক-মহীশূর ট্যুর প্যাকেজ।’
ভিডিয়োতে দেখা গেল, শিকলে বাঁধা বাঘটিকে হাঁটানোর জন্য রাস্তায় বের করা হয়েছে। এখন বাঘ তো আর লোকালয়ের প্রাণী নয়। তাই, বেশি লোকজন দেখলে যা করার, সে তা-ই করছে। যথারীতি বাঘটি রাস্তা দিয়ে যাওয়া যানবাহনগুলিতে আক্রমণ করার চেষ্টা করছে। আর লোকটিও যতটা সম্ভব বাঘটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও শেষ পর্যন্ত কোনও হিংসাত্মক কার্যকলাপ দেখা যায়নি।
ভিডিয়োটি দেখার পরে একজন লিখলেন, ‘লোকটার কি কোনও কাণ্ডজ্ঞান নেই? একটা হিংস্র প্রাণীকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লেন?’ আর একজন যোগ করলেন, ‘বন্যেরা বনেই সুন্দর। বাঘের মতো প্রাণীকে পোষ্য করার সাহস দেখিয়েছেন ঠিকাছে। কিন্তু সত্যিই কি বাঘ পোষ মানে?’ তৃতীয় জনের বক্তব্য, ‘ভাইরাল হতে মানুষ যা পারছেন, করে চলেছেন!’