হাঙর গিলে গেল প্রকাণ্ড কুমির, ভিডিয়ো দেখে শিউরে উঠছেন নেটিজ়েনরা

Sohini chakrabarty |

Feb 14, 2021 | 9:15 AM

বিচের উপর ওই সুবিশাল কুমিরের দু'টি হাঙর মাছ গিলে খাওয়ার দৃশ্য ক্যামেরা বন্দি করেছেন Yvonne Palmer।

হাঙর গিলে গেল প্রকাণ্ড কুমির, ভিডিয়ো দেখে শিউরে উঠছেন নেটিজ়েনরা
জানা গিয়েছে, এমন দৃশ্য ধরা পড়েছে অস্ট্রেলিয়ার একটি বিচে।

Follow Us

হাঙর গিলে খেল প্রকাণ্ড একটি কুমির। সম্প্রতি শিউরে ওঠার মতো এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, এমন দৃশ্য ধরা পড়েছে অস্ট্রেলিয়ার একটি বিচে। ভিডিয়োতে দেখা গিয়েছে, জল থেকে চুপিসাড়ে বালির পাড়ে এগিয়ে আসছে একটি সুবিশাল কুমির। তারপর আচমকাই পাড়ে পড়ে থাকা হাঙরদের উপর হামলা করেছে ওই কুমির।

জানা গিয়েছে, এই ভিডিয়ো নর্থ কুইনসল্যান্ডের ক্রসওয়ে কোস্টের কাছে তোলা হয়েছে। সেখানে মাছ ধরার জন্য গিয়েছিলেন, Yvonne Palmer নামের জনৈক মহিলা। বেশ কয়েকটি ছোট হাঙর মাছ ধরা পড়েছিল তার জালে। তবে সেগুলিকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন Yvonne Palmer। কিন্তু তার আগেই ঘটেছে অঘটন।

Yvonne Palmer জানিয়েছেন, হঠাৎই তিনি দেখেন যে নোনা জল থেকে উঠে আসছে প্রায় ১৩ ফুটের পেল্লাই এক কুমির। তার নজর রয়েছে ওই হাঙরগুলোর দিকে। মনে মনে ওদের সাবাড় করার পরিকল্পনা করে ফেলেছিল ওই কুমিরটি। প্রকাণ্ড কুমির দেখে ভয়ে-আতঙ্কে খানিকটা পিছিয়ে গিয়েছিলেন Yvonne Palmer। সেই সুযোগেই এসে হাঙরগুলোকে গিলে খেয়েছে ওই কুমিরটি। পরিকল্পনা মাফিক শিকার করা হাঙরদের আর জলে ফিরিয়ে দেওয়া হয়নি ওই মহিলার।

বিচের উপর ওই সুবিশাল কুমিরের দু’টি হাঙর মাছ গিলে খাওয়ার দৃশ্য ক্যামেরা বন্দি করেছেন Yvonne Palmer। তিনিই সেটা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। নেট দুনিয়ার বিভিন্ন মাধ্যমে এর মধ্যেই ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। অসংখ্য মানুষ এই ভিডিয়ো দেখে আঁতকে উঠেছেন। অনেকেই বলেছেন, যেখানে এমন কুমিরের উপদ্রব রয়েছে, সেখানে মাছ ধরার জন্য মানুষের আনাগোনা না হওয়াই ভাল। অজান্তেই বড় বিপদ হতে পারে।

Next Article