Latest Viral Video: আজকের সোশ্যাল মিডিয়া আমাদের সামনে যেন পুরো পৃথিবীটাকেই নিয়ে এসেছে। হাতের মুঠোয় এক পৃথিবীর একশো, এক হাজার গল্প। তার কোনওটা আমাদের মুখে হাসি ফোটায়, কোনওটা আবার আমাদের বিস্মিত করে। এমন কিছু ভিডিয়ো আবার আমাদের নজরে আসে, যা প্রকৃতির আসল চেহারাকেও তুলে ধরে। তবে সম্প্রতি এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা আপনি আগে কখনও দেখেননি। ব্যস্ত রাস্তায় দেখা গেল একটি দৈত্যাকার প্রাণী ঘোরাফেরা করছে। আশ্চর্যজনক বিষয়টি হল, সেই প্রাণীটি সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন।
@OTerrifying নামক একটি টুইটার হ্যান্ডেল থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিয়োতে বিরাট শিং সহ যে দৈত্যাকার প্রাণীটি দেখা গিয়েছে, তা অনেকটা হরিণের মতো। কিন্তু এমনতর হরিণ আপনি আগে কখনও দেখেননি। সেই কারণেই নেটিজ়েনদের একটা বড় অংশ প্রাণীটিকে দেখার পরে অবাক হয়ে গিয়েছেন। কেউ কেউ আবার বলেছেন, এই রকম প্রাণী তারা কার্টুন বা সিনেমায় দেখেছেন। এই ধরনের প্রাণীকে বলা হয় মুজ় (Moose)। এরাও আসলে একপ্রকারের হরিণই। উত্তর আমেরিকা এবং ইউরোপের মতো দেশে এদের বেশি করে দেখা যায়। হরিণের প্রজাতির মধ্যে এরা সবথেকে বড় হয়।
Never realized how massive meese are 😳 pic.twitter.com/ABws1avTRV
— OddIy Terrifying (@OTerrifying) August 10, 2023
এখানে সত্যিই প্রশ্ন উঠতে পারে, ঠিক কতটা বড় হয় এই প্রাণীগুলি? এদের উচ্চতা 6.9 ফুট পর্যন্ত হয়। সেই জায়গায় সাধারণ হরিণ মাত্র 4 ফুটের হয়। ভিডিয়োতে দেখা গিয়েছে, ওই বিরাট প্রাণীটি রাস্তার ঠিক মাঝখান দিয়ে হেঁটে চলেছে। সে সময় চলন্ত গাড়ি থেকে ভিডিয়োটি রেকর্ড করা হচ্ছে। প্রাণীটি আপাত দৃষ্টিতে শান্ত স্বভাবের হলেও তার মাথার শিংটি সত্যিই বিপজ্জনক।
প্রায় 3 লাখেরও বেশি মানুষ ভিডিয়োটি দেখে ফেলেছেন। ভিডিয়োটি দেখে বোঝা গিয়েছে, তা ভারতের নয়। বিশ্বের অন্য কোনও প্রান্তে তা রেকর্ড করা হয়েছে।যদিও তা কোন দেশের ভিডিয়ো সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। নেটিজ়েনদের অনেকেই দাবি করেছেন, এই ধরনের মুজ়গুলিকে যদি গাড়ি ধাক্কা দেয়, তাহলে গাড়িটাই ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। কেউ কেউ আবার এমনও বলেছেন যে, এই ধরনের প্রাণীর কোনও অস্তিত্ব নেই।