Viral Video: নাচতে না জানলে উঠোন বাঁকা! স্কুটি হাতে পেয়ে এ কী করল এই যুবতী
Viral Video Today: সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে এক তরুণী স্কুটারটি পার্ক করতে চেয়েছিলেন। আর ঠিক তখনই এমন একটি কাণ্ড করে বসলেন।
Latest Viral Video: ইন্টারনেটের দুনিয়ায় কখন কী ভাইরাল (Viral) হয়, তা বলা যায় না। বর্তমানে এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখলে আপনি হাসি চেপে রাখতে পারবেন না। এমন অনেকেই আছেন যে, সদ্য় সদ্য় স্কুটার চালাতে শিখেছেন। আর শিখতে গিয়ে হয়তো রাস্তায় আছাড় খেয়েও পড়েছেন অনেকবার। কিন্তু সোশ্য়াল মিডিয়ায় (Social Media) এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে এক তরুণী স্কুটারটি পার্ক করতে চেয়েছিলেন। আর ঠিক তখনই এমন একটি কাণ্ড করে বসলেন। ব্রেক চাপতে গিয়ে এক্সিলারেটর ঘুরিয়ে দিয়েছেন। আর তারপরে স্কুটারটি সোজা একটি বাড়ির দরজায় গিয়ে ধাক্কা দেয়। তারপরে যা হল, তা দেখে আপনি হাসি চেপে রাখতে পারবেন না।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি মেয়ে হেলমেট পরে স্কুটার চালাচ্ছে। তাকে দেখে মনে হবে সে পার্কিং করার চেষ্টা করছে, কিন্তু তারপরেই দেখবেন স্কুটারটিকে ব্যাক করছে। আর সেই ব্য়াক করতে গিয়েই হঠাৎ সে স্কুটার ব্রেক চাপার বদলে এক্সিলারেটর ঘুরিয়ে দেয়। আর তারপরে স্কুটারটি একটি দরজা ভেঙে ভিতরে ঢুকে যায়। এই কাণ্ড দেখে সেখানে কয়েকজন লোক চলে আসে। আর তারা স্কুটারটিকে নামানোর চেষ্টা করে।
वाह क्या Entry मारी है दीदी ने ?❤️ pic.twitter.com/VdFcT11wOO
— Hasna Zaroori Hai ?? (@HasnaZarooriHai) March 16, 2023
হাসনা জারুরি হ্যায় নামে একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়োটি টুইটারে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত 20 হাজারেরও বেশি মানুষ এই ক্লিপটি দেখেছেন এবং কমেন্ট করে তাদের নিজ নিজ প্রতিক্রিয়া জানিয়েছেন। এক ব্যবহারকারী লিখেছেন, ‘এসব দেখে আমার স্কুটার চালানোর ইচ্ছেটাই চলে গেল।’ আরও এক ব্য়ক্তি মজা করে কমেন্ট করেছেন, ‘যাই হোক না কোন, ওনাকে কিন্তু দোষ দেওয়া যাবে না।’