মাথার উপর ছাদ নেই, তবুও পথকুকুরদের আশ্রয় দিয়েছেন এই ব্যক্তি

Sohini chakrabarty |

Mar 31, 2021 | 10:19 AM

কুকুর দুটো যখন নিশ্চিন্তে সুখনিদ্রা দিচ্ছিল, সেই সময়ে তাদের পাহারায় বসেছিলেন ওই ব্যক্তি।

মাথার উপর ছাদ নেই, তবুও পথকুকুরদের আশ্রয় দিয়েছেন এই ব্যক্তি
টুইটে ভিডিয়ো শেয়ার করে আইএফএস অফিসার সুশান্ত নন্দা লিখেছেন, "যাঁদের কাছে যত কম থাকে, তাঁরাই তত বেশি দেন।"

Follow Us

নিজের মাথায় ছাদ নেই। কিন্তু তাও পথের কুকুরদের আশ্রয় দেন তিনি। এমনই এক ব্যক্তির সন্ধান পেয়েছেন ভারতীয় বনবিভাগের আধিকারিক সুশান্ত নন্দ। আইএফএস অফিসার সুশান্ত টুইটারে একটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে, ফুটপাতের পাশে বসে রয়েছেন এক ব্যক্তি। তার পাশে শুয়ে রয়েছে দু’টি কুকুর। তাদের মাথায় দেওয়া বালিশ। গায়ে রয়েছে চাদর। সামনে আবার তিনটি বাটিতে দেওয়া রয়েছে খাবার।

পশুপ্রেমী অনেকেই হন। আজকাল পথকুকুরদের সেবা করতে দেখা যায় অনেককেই। তবে যাঁর নিজের আস্তানার ঠিক নেই, খাবার-দাবার কিংবা পোশাকেরও ঠিক ঠিকানা নেই, সবটাই অন্যের উপর ভরসা করতে হয়— সেই ব্যক্তি নিজের সবটুকু দিয়ে শুরু করেছেন পথ কুকুরদের সেবা। সুশান্ত নন্দার শেয়ার করা ছবি দেখে বোঝাই যাচ্ছে যে, এই ছবি শীতকালে তোলা। ওই ব্যক্তির পরনে তেমন শীতের পোশাকও নেই। তবে কুকুরদের যাতে ঠাণ্ডা না লাগে সেই ব্যবস্থা করেছেন ওই ব্যক্তি। গরম চাদরের পাশাপাশি খাবার আর জলের আয়োজনও করেছেন তিনি।

এখানেই শেষ নয়। কুকুর দুটো যখন নিশ্চিন্তে সুখনিদ্রা দিচ্ছিল, সেই সময়ে তাদের পাহারায় বসেছিলেন ওই ব্যক্তি। টুইটারে এই ছবি ভাইরাল হতেই ওই ব্যক্তির প্রশংসা করেছেন সকলে। নেটিজ়েনরা বলছেন, “সেবা করার ইচ্ছে থাকলেই উপায় হয়। এই ব্যক্তিই তার উদাহরণ। শরীরে দয়ামায়া থাকলে পরিস্থিতি সমস্যা তৈরি করে না।” সদিচ্ছা থাকলেই যে উপায় বের হয়, আর এই ব্যক্তি যে সেটাই করে দেখিয়েছেন, সেজন্য তাঁকে কুর্নিশ জানিয়েছে নেট দুনিয়া।

টুইটে ভিডিয়ো শেয়ার করে আইএফএস অফিসার সুশান্ত নন্দা লিখেছেন, “যাঁদের কাছে যত কম থাকে, তাঁরাই তত বেশি দেন।” ইতিমধ্যেই এই ভিডিয়োতে লাইকের সংখ্যা ১০০ পেরিয়েছে। কমেন্ট বক্সে টুইটারিয়ানরা বলেছেন, সত্যিই ওই ব্যক্তি অনেক বড় মনের অধিকারী। হৃদয় বড় না হলে এতটা আত্মত্যাগ করা যায় না। নিজের কথা না ভেবে, ঠাণ্ডা উপেক্ষা করে, ওই অবলা জীবদের প্রতি নিজর দিয়েছেন তিনি। এমনটা সবাই করতে পারে না।

Next Article