Viral Video: হাত বাড়িয়ে দুটো ডিম নিতে গিয়েছিলেন, হাঁ মুখ করে বিরাট আক্রমণ পাইথনের, হাড়হিম করা ভিডিয়ো ভাইরাল

Viral Video Today: বিরাট একটা অজগরকে (Python) দেখা গেল, ব্রিউয়ারকে আক্রমণ করতে। আসলে তিনি ওই পাইথনের ডিম (Eggs) বের করতে যাচ্ছিলেন। আর তাতেই সাপটি রেগে গিয়ে তার দিকে তেড়ে যায়। যদিও তিনি সরীসৃপ বিশেষজ্ঞ হওয়ার ফলে বড়সড় দুর্ঘটনা এড়াতে পেরেছেন।

Viral Video: হাত বাড়িয়ে দুটো ডিম নিতে গিয়েছিলেন, হাঁ মুখ করে বিরাট আক্রমণ পাইথনের, হাড়হিম করা ভিডিয়ো ভাইরাল
মা সাপের ভয়ঙ্কর আক্রমণ!
Follow Us:
| Edited By: | Updated on: Apr 10, 2023 | 9:50 AM

Latest Viral Video: সাপ বা কুমিরের ভিডিয়ো দেখতে ভালবাসেন আর জে ব্রিউয়ারকে (Jay Brewer) চেনেন না, তা আবার হয় নাকি? মার্কিন এই ইউটিউবার রেপটাইল জ়ু প্রিহিস্টরিক Inc-র প্রতিষ্ঠাতা। এহেন জে ব্রিউয়ারের অনেক ভিডিয়োই আমরা দেখেছি। কিন্তু এমন ভিডিয়ো খুবই কম দেখেছি, যেখানে একটি সাপ ব্রিউয়ারকে আক্রমণ করতে যাচ্ছেন। এবার কিন্তু সেটাই হয়েছে। বিরাট একটা অজগরকে (Python) দেখা গেল, ব্রিউয়ারকে আক্রমণ করতে। আসলে তিনি ওই পাইথনের ডিম (Eggs) বের করতে যাচ্ছিলেন। আর তাতেই সাপটি রেগে গিয়ে তার দিকে তেড়ে যায়। যদিও তিনি সরীসৃপ বিশেষজ্ঞ হওয়ার ফলে বড়সড় দুর্ঘটনা এড়াতে পেরেছেন। ইনস্টাগ্রামে তিনি এই ভিডিয়ো শেয়ার করেছেন, যা ভাইরাল হতে এক মুহূর্তও সময় লাগেনি।

জে ব্রিউয়ার যে ভিডিয়োটি শেয়ার করেছেন, তাতে দেখা গিয়েছে তাঁর দিকে ফণা বাড়িয়ে এগিয়ে যাচ্ছে একটি বিরাট পাইথন। ওই সাপটি একটি রেটিকুলেটেড পাইথন। তা দেখা গেল, ওই রেটিকুলেটেড পাইথনটিই তেড়ে গেল জে-এর দিকে। তারপরে বোঝা গেল আসল কাণ্ড। তিনি আসলে সাপের ডিমগুলি হাত দিয়ে বের করার চেষ্টা করছিলেন। তারপর যা হওয়ার তা-ই হল। সন্তানদের যে ভাবে মায়েরা দুধেভাতে রাখেন, সাপেদের ক্ষেত্রেই বা তার অন্যথা হতে যাবে কেন! তবে তিনি এক্সপার্ট বলে নিজেকে তড়িঘড়ি বাঁচিয়ে নিয়েছেন। সাধারণ মানুষের ক্ষেত্রে এমনটা হলে ভয়ানক কিছু ঘটতে পারত।

ইনস্টাগ্রামে জে ব্রিউয়ার তাঁর পেজ jayprehistoricpets থেকে ভিডিয়োটি শেয়ার করেছেন। তার ক্যাপশনে তিনি লিখেছেন, “কখনও রেটিকুলেটেড পাইথনের ডিমগুলো বাঁচানো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তবে ভাল জিনিসটা হল, আমি যা করতে ভালবাসি, তাই করি।” খুব অল্প সময়ের মধ্যেই এই ভিডিয়ো ব্যাপক ভাইরাল হয়েছে। প্রচুর মানুষ তা দেখেছেন এবং কমেন্টও করেছেন অনেকে।

একজন লিখছেন, “মাথায় একটা হকি হেলমেট এবং মুখে মাস্ক পরে এই সব কাজ করুন।” আর একজন বললেন, “দেখে মনে হল যেন ম্যাট্রিক্সে কিয়ানু বুলেটের আক্রমণ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন।” তৃতীয় জন যোগ করলেন, “আপনার আমার মনে খুব ভয় ধরিয়ে দিয়েছেন। খুব সতর্ক থাকুন প্লিজ়। আপনি অসাধারণ আমি তা জানি। কিন্তু তা-ও অতি সতর্কতা জরুরি।” আর একজনের বক্তব্য, “আপনি যদি তার ডিমগুলি নিয়ে নেন, তাতে কি খুব একটা খুশি হওয়ার কথা?”