Viral Post: 14 টাকার ম্যাগি বিকোচ্ছে 193 টাকায়, সোশ্যাল মিডিয়ায় সেই বিল দেখে হতচকিত মানুষ

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jul 20, 2023 | 6:50 PM

Latest Viral Post: মহিলার নাম সেজল সুদ। টুইটারে বিলটি শেয়ার করে সেজল লিখেছেন, "আমি বিমানবন্দর থেকে মাত্র 193 টাকায় ম্যাগি কিনেছি। আমি জানি না কীভাবে কেউ এত বেশি দামে ম্যাগি বিক্রি করবে।" এই বিল দেখার পর মানুষ নানা কমেন্ট করেছে।

Viral Post: 14 টাকার ম্যাগি বিকোচ্ছে 193 টাকায়, সোশ্যাল মিডিয়ায় সেই বিল দেখে হতচকিত মানুষ

Follow Us

Viral Post Today: বড় কোনও রেঁস্তোরায় খাবারের দাম সব সময়ই বেশি হয়। আর তার উপর জিএসটি দিয়ে সেই দাম আরও অনেকটাই বেড়ে যায়। শুধু বড় কোনও রেঁস্তোরা বললে ভুল বলা হবে। অনেকেই নিশ্চয়ই এয়ারপোর্টে গিয়েছেন। সেখানে জিনিসের দাম দেখলে অনেক সময় চোখ কপালে ওঠার জোগাড় হয়। তেমনই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে একটি দোকান থেকে এক মহিলা 200 টাকার ম্যাগি কিনে খেয়েছেন। ম্যাগির অত দাম দেখে তাঁর চোখ কপালে উঠে যায়। কিন্তু তাই বলে 10 টাকার ম্যাগি 200 টাকায় বিক্রি হবে? বিলের ছবিটি পোস্ট করতেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।

এক মহিলা বিমানবন্দরে 193 টাকায় মশলা ম্যাগি নুডলস খেয়েছেন, যার বিল তিনি সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছেন। সেই বিল দেখেই হুঁশ হারিয়ে ফেলেছে অধিকাংশ নেটিজেন। একটি ম্যাগির দাম এত বেশি হতে পারে, তা অনেক মানুষই বিশ্বাস করতে পারছে না। বিলে দেখা যাচ্ছে, মশলা ম্যাগির দাম 184 টাকা এবং জিএসটি যোগ করার পরে এর দাম হয়েছে 193 টাকা। ম্যাগি খাওয়ার পরে, মহিলাটি ইউপিআই মোডের মাধ্যমে পেমেন্ট করেছিলেন এবং বিল নেওয়ার পরে, তিনি এটির একটি ছবি তোলেন এবং এটি তা টুইটারে শেয়ার করেন।


মহিলার নাম সেজল সুদ। টুইটারে বিলটি শেয়ার করে সেজল লিখেছেন, “আমি বিমানবন্দর থেকে মাত্র 193 টাকায় ম্যাগি কিনেছি। আমি জানি না কীভাবে কেউ এত বেশি দামে ম্যাগি বিক্রি করবে।” এই বিল দেখার পর মানুষ নানা কমেন্ট করেছে। একজন ব্যবহারকারী প্রশ্ন করেছেন, “এত দাম দেখেও আপনি কেন এটি কিনলেন?” এর উত্তরে সেজল জানান, “দুই ঘণ্টা ধরে কিছু খাইনি, তাই কিনতে হয়েছে।”

Next Article