Viral Video: চলন্ত লিফটের দরজায় হাত আটকে গেল একরত্তি শিশুর, ভিডিয়ো দেখে শিউরে উঠবেন ভয়ে

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jul 21, 2023 | 9:15 AM

Latest Viral Video: একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যাতে লিফটে আটকে পড়া লোকজনকে উদ্ধার করে বের করে আনতে হয়েছে। নিজেদের গাফিলতির কারণে অনেক সময় লিফটে বড়সড় দুর্ঘটনাও ঘটে। তেমনই একটি ভয়ানক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Viral Video: চলন্ত লিফটের দরজায় হাত আটকে গেল একরত্তি শিশুর, ভিডিয়ো দেখে শিউরে উঠবেন ভয়ে

Follow Us

Viral Video Today: সোশ্যাল মিডিয়ায় প্রায়ই লিফটে ঘটে যাওয়া অনেক ঘটনাই ভাইরাল হয়। তার মধ্য়ে কিছু মজার ভিডিয়োও থাকে। আবার এমনও অনেক ভিডিয়ো থাকে, যা দেখে শিউরে ওঠা ছাড়া আর কোনও উপায় থাকে না। অনেক সময় বিভিন্ন কারণে লিফটে মানুষ আটকে যায়। এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যাতে লিফটে আটকে পড়া লোকজনকে উদ্ধার করে বের করে আনতে হয়েছে। নিজেদের গাফিলতির কারণে অনেক সময় লিফটে বড়সড় দুর্ঘটনাও ঘটে। তেমনই একটি ভয়ানক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এই ভিডিয়োয়, একটি ছোট মেয়ে লিফটে আটকে যায়। ভিডিয়োয় দেখা যাচ্ছে, মেয়েটির হাতে বেল্টের মতো কিছু একটা বাঁধা। লিফটের গেট বন্ধ হতেই মেয়েটির হাতে বাঁধা বেল্ট লিফটে আটকে যায় এবং মেয়েটি উপরে উঠে যায়। উঠে গিয়ে সিলিংয়ে আটকে যায় এবং হাওয়ায় ঝুলে পড়ে। ভিডিয়োটি দেখে মনে হচ্ছে, ছোট মেয়েটি সামনে দিয়ে হেঁটে আসছিল। আর পেছন থেকে তার পরিবারের সদস্যরা আসছে। মেয়েটি লিফটে ঢোকার সঙ্গে সঙ্গেই লিফট বন্ধ হয়ে যায়। আর এমন ভয়ানক ঘটনা ঘটে যায়। কিছক্ষণ পর হাতের বেল্টটি ছিঁড়ে যায়। আর বাচ্চা মেয়েটি মাটিয়ে পড়ে যায়। তাকে দেখে মনে হচ্ছে, সে জানে এমন অবস্থায় কী করা উচিত। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে লিফটের সুইচের দিকে এগিয়ে যায়। আর সেই সুইচগুলি টিপে থামানোর চেষ্টা করে।


এর আগে সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিয়ো ভাইরাল হয়েছে, যাতে লিফটে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। ভিডিয়োটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন ভিডিয়োয়।

Next Article