Viral Video: বৃষ্টির ব্যাপক প্রভাব! 4 ফুটের কুমিরকে রাস্তায় নামিয়ে ছাড়ল… ঝড়ে গতিতে ভিডিয়ো ভাইরাল

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jul 21, 2023 | 12:37 AM

Viral Video Today: দৃশ্যটা রাতের রাস্তার। সে রাস্তা শুনশান, জনমানব নেই বললেই চলে। হঠাৎ দেখা গেল, সেই রাস্তা পার করছে একটি বিরাট বড় কুমির। এক পথচারীই সে সময় ভিডিয়োটি রেকর্ড করেন। আর সেই ভিডিয়োই এখন সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ভাইরাল হয়েছে।

Viral Video: বৃষ্টির ব্যাপক প্রভাব! 4 ফুটের কুমিরকে রাস্তায় নামিয়ে ছাড়ল... ঝড়ে গতিতে ভিডিয়ো ভাইরাল
ভয়ঙ্কর কাণ্ড!

Follow Us

Latest Viral Video: ধরুন, রাতের অন্ধকারে রাস্তায় বেরিয়েছেন। এমন সময় দেখলেন, আপনার সামনে দিয়েই রাস্তা পারাপার করে গেল বিশাল আকারের একটি কুমির। কী অবস্থাটা তখন হবে আপনার একবার ভেবে দেখুন তো! বুকটা ছ্যাঁত করে উঠবে, তাই তো? বর্ষাকালে আমরা এমন অনেক দৃশ্যই আমাদের রাজপথে দেখতে পাই, যা একটা পুকুরে বা নদীতে দেখতে পাওয়ার কথা ছিল। এই বর্ষাতেই আমাদের বাড়ির কোনও প্রান্তে কখনও বিষাক্ত সাপকেও লুকিয়ে থাকতে দেখা যায়। তবে এবার রাতের রাজপথে যা দেখা গেল, তা ঘটার কথা ছিল না।

দৃশ্যটা রাতের রাস্তার। সে রাস্তা শুনশান, জনমানব নেই বললেই চলে। হঠাৎ দেখা গেল, সেই রাস্তা পার করছে একটি বিরাট বড় কুমির। এক পথচারীই সে সময় ভিডিয়োটি রেকর্ড করেন। আর সেই ভিডিয়োই এখন সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ভাইরাল হয়েছে। ঘটনাটি রাজস্থানের কোটায় ঘটেছে বলে জানা গিয়েছে।


এই ভিডিয়োটি আইএফএস অফিসার সুশান্ত নন্দা মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘ভয়ঙ্কর… রাজস্থানের কোটায় রাস্তা পার হতে দেখা গিয়েছে এই বিরাট কুমিরটাকে। এটা আসলে বর্ষায় তীব্র বৃষ্টির প্রভাব।’ মাত্র 35 সেকেন্ডের এই ক্লিপে দেখা যায়, একটি বড় কুমির রাস্তা জুড়ে হামাগুড়ি দিচ্ছে। এ সময় পথচারীদের চোখ পড়ে প্রাণীটির ওপর, যারা দূর থেকে ক্যামেরায় এই দৃশ্য তোলেন। কিছুক্ষণের মধ্যেই কুমিরটি রাস্তার পাশের একটি ড্রেনে ঝাঁপ দেয়।

19 জুলাই শেয়ার করা এই পোস্টটি 30 হাজারেরও বেশি ভিউ পেয়েছে। একই সঙ্গে ব্যবহারকারীরা মন্তব্য করে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। একজন লিখেছেন- ‘কোটায় এটা একটা সাধারণ ব্যাপার, এখানে একটা কুমির পার্কও আছে।’ অন্যজন যোগ করলেন, ‘সত্যিই খুব ভয়ের কাণ্ড।’ একই সঙ্গে আর এক ব্যবহারকারী মজার ভঙ্গিতে লিখেছেন, ‘না ঘর কা না ঘাট কা, ভাই সোজা রাস্তায় চলে এসেছেন।’

Next Article