Viral Video Today: সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই কোনও না কোনও ভিডিয়ো ভাইরাল হয়। তেমনই একটি সুন্দর ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখলে আপনার মুখে হাসি আসতে বাধ্য। কিছুদিন আগে আমেরিকায় একটি স্নেক বার্ড দেখা গিয়েছে। এই ধরনের পাখি একেবারে আস্ত একটি মাছ গিলে ফেলতে পারে। সাপের মতো ঘাড় হওয়ায় বন্যপ্রাণী বিশেষজ্ঞ এর নাম দিয়েছেন স্নেক বার্ড। এই প্রজাতির একটি পাখির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিয়োয়, একটি স্নেক বার্ড আস্ত একটি মাছ গিলে ফেলে। কিন্তু তারপরে সেই মাছটি তার গলায় আটকে যায়। এমন অবস্থায় সে কিছুতেই তা বের করতে পারে না। তখন সেখানে একটি লোক আসে। লোকটি পাখিটিকে ধরে গলায় আটকে যাওয়া মাছটিকে বের করার চেষ্টা করেন। ভিডিয়োটি না দেখলে বুঝবেন না।
এই ভিডিয়োটি @safari_wild7 অ্যাকাউন্ট থেকে Instagram-এ শেয়ার করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি পাখি জলে পড়ে আছে। তখনই একজন নাবিকের চোখ যায় তার দিকে। সে কাছে এসে পাখিটিকে হাতে নিয়ে দেখতে থাকে। তারপরেই তিনি দেখেন যে, পাখিটি একটি আস্ত মাছ গিলে ফেলেছে। আর সেই মাছটি তার গলায় আটকে গিয়েছে। পাখিটির জীবন বাঁচানোর জন্য এই ব্যক্তি পাখিটিকে ধরে মাছটি বের করার চেষ্টা করে। তাঁকে সাহায্য় করার জন্য আরও এক ব্যক্তি পাখির উপরের ঠোঁটটি চেপে ধরে। তারপরে অনেক কষ্টে বের করে আনা হয় মাছটিকে। পাখিটিকে ছেড়ে দিলেই সে ডানা ঝাপটাতে থাকে। আর সেখান থেকে চলে যায়।
কিছুদিন আগে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত 1.84 লাখের বেশি লাইক হয়েছে। প্রচুর সংখ্যক নেটিজ়েনের নজর কেড়েছে এই ভিডিয়ো। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন,”মানবতা এখনও বেঁচে আছে বলেই হয়তো পৃথিবীটা এত সুন্দর।”