Viral Video: টাকা তুলতে নয়! ATM-এ ঢুকলেন AC-র ঠান্ডা হাওয়া খেতে, জামা তুলে অতিন্দ্রিয় সুখানুভূতি!

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

May 02, 2023 | 7:53 PM

Viral Video Today: এক ব্যক্তি এই গরমের সঙ্গে মোকাবিলা করার সবথেকে সেরা উপায়টি খুঁজে পেয়ে গিয়েছেন। গরমের ভরদুপুরে তিনি পৌঁছে গেলেন ATM কাউন্টারে। না, টাকা তুলতে নয়, সামান্য এসির ঠান্ডা হাওয়া খেতেই তিনি পৌঁছে গেলেন এটিএমে।

Viral Video: টাকা তুলতে নয়! ATM-এ ঢুকলেন AC-র ঠান্ডা হাওয়া খেতে, জামা তুলে অতিন্দ্রিয় সুখানুভূতি!
শেষে এটিএমে কি না এসির হাওয়া খেতে!

Follow Us

Latest Viral Video: বৃষ্টি তো মাত্র দুই দিনের। প্রাণ ওষ্ঠাগত গরমে কী করবে আম আদমি? যাঁর বাড়িতে এসি আছে, তাঁর তো কথাই নেই। কিন্তু যাঁর বাড়িতে AC নেই, তাঁর অবস্থাটা একবার ভাবুন তো। সামান্য শান্তির স্বাদটুকু পেতে কত কী-ই না করতে হয় এই গরমে। ঘরে মাথার উপরে পাখা বনবন করে ঘুরেই চলেছে। কিন্তু তাতে কী আর সেরকম ঠান্ডা হয়! এসি না হলে যেন মনকেমন করে! তবে, এক ব্যক্তি এই গরমের সঙ্গে মোকাবিলা করার সবথেকে সেরা উপায়টি খুঁজে পেয়ে গিয়েছেন। গরমের ভরদুপুরে তিনি পৌঁছে গেলেন ATM কাউন্টারে। না, টাকা তুলতে নয়, সামান্য এসির ঠান্ডা হাওয়া খেতেই তিনি পৌঁছে গেলেন এটিএমে। ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে, যা দেখে বেজায় হাসাহাসি করছেন নেটিজ়েনরা।

ওই ATM-এর সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ঘটনাটি। ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রামে। সেই ভিডিয়ো এখন ব্যাপক ভাইরাল। সেখানে দেখা গেল, এক ব্যক্তি এটিএমে ঢুকলেন। কোথায় টাকা তুলবেন, তা নয়! তিনি সোজা দাঁড়িয়ে পড়লেন এটিএমের এয়ার কন্ডিশনারের নিচে। তাপর হুট করেই পরনের টিশার্টটা খানিক উপরে তুলে দিলেন। এসির ফুরফুরে ঠান্ডা হাওয়ায় তিনি আমেজ নিলেন বেশ কিছুক্ষণ।


এমনই সময়ে আরও এক ব্যক্তি বিষয়টি লক্ষ্য করেন রাস্তা দিয়ে যাওয়ার সময়। এটিএমে একজন এসির ঠান্ডা হাওয়া খাচ্ছেন দেখে তিনিও ঢুকে পড়লেন। অপরজনের মতোই তিনিও নিজের টিশার্টটা তুলে নিয়ে এসির ঠান্ডা হাওয়া প্রবেশ করালেন সরাসরি নিজের শরীরে। ব্যস! আর দেখে কে!

ইনস্টাগ্রামে Aakash.Salunke নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। মাত্র চার দিন আগের শেয়ার করা এই ভিডিয়োতে লাইক পড়েছে 5 লাখেরও কিছু বেশি। মানুষজন মজাদার কিছু মন্তব্য করেছেন। একজন বলছেন, “ওরা এই ক্রপ টপ কোথা থেকে পেল?” দ্বিতীয় জন মজা করে বললেন, “হাওয়া ডেবিট করতে এসেছিলেন ওঁরা!”

Next Article