Viral Video Today: সোশ্যাল মিডিয়ার যুগে জঙ্গলের কত ভিডিয়োই ভাইরাল হয়। তার মধ্য়ে এমন অনেক ভিডিয়ো থাকে, যা আপনার নজর কাড়তে বাধ্য। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারদের অনেক রকমের পরিস্থিতির মধ্য়ে থেকেই ছবি তুলতে হয়। আর কতগুলিই বা মানুষের সামনে আসে। তার মধ্য়ে কিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কখনও ভয়ঙ্কর কোনও পরিস্থিতি, আবার কখনও সুন্দর কোনও মুহূর্ত, যা দেখে চোখ ফেরানো দায় হয়ে যায়। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো প্রকাশিত হয়েছে, যা দেখে চোখ কপালে উঠেছে অধিকাংশ নেটিজ়েনের। যেখানে একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারকে দেখা গিয়েছে, যিনি একটি বিশাল গণ্ডারকে আদর করছিলেন। এই দৃশ্য দেখে হতবাক নেটিজ়েনের একাংশ।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একজন ফটোগ্রাফার ছবি তুলছিলেন। তার তখনই সেখানে এসে হাজির হয় একটি বিরাট গণ্ডার। এমনকি সে তার এলাকায় ফটোগ্রাফারকে দেখে একটুও রেগে গেল না। উল্টে সেই ব্যক্তি গণ্ডারের গায়ে হাত বোলাতে শুরু করল। এমন আদর পেতেই গণ্ডারটি সেখান থেকে যেতে একেবারেই রাজি নয়। সেই ব্যক্তিও আদর করছে, আর সেও ভালবেসে তার জন্য দাঁড়িয়ে আছে। সেখানে থাকা অন্য এক ব্যক্তি এই পুরো ঘটনাটি ভিডিয়ো করেছেন।
What do you do if a rhino walks straight up to you while you’re filming and wants a belly scratch?? pic.twitter.com/KJXxeBS3em
— MONKEY (@0MONKEY_) April 27, 2023
এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। যা @TheFigen_ নামের একটি অ্যাকাউন্ট থেকে টুইটারে পোস্ট করা হয়েছে। পোস্ট করার পর থেকে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। এখনও পর্যন্ত, এটি 1.1 মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে। আর 24 হাজারেরও বেশি মানুষ লাইক করেছেন। অনেকে অনেক কমেন্টও করেছেন এই ভিডিয়োয়। কেউ বলেছেন, “প্রাণীরা ভালবাসা পেলে আর মানুষের কোনও রকম ক্ষতি করে না।” আরও একজন কমেন্টে লিখেছেন, “গণ্ডারের এমন ভিডিয়ো আমি কখনও দেখিনি। সবসময় একে হিংস্র প্রাণী হিসেবেই জানতাম।”