Latest Viral Video: পাকিস্তান এমনই এক দেশ, যেখানে অবাক করার মতো ঘটনা আকছারই আপনার নজরে আসে। সেরকমই এক ঘটনায় করাচির রাস্তায় একটি গাড়িকে দেখে হতবাক হয়ে গিয়েছিলেন অন্যান্য যাত্রীরা। এতদিন জানা ছিল, জোগাড়ে ভারতের ধারে কাছে ঘেঁষতে পারে এমন দেশ নেই-ই। কিন্তু পাকিস্তানও কিছু কম যায় না। সম্প্রতি একটি ভিডিয়ো খুব ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, যে গাড়িতে পরিবারের বাচ্চাদের জায়গা হয়নি, সেই গাড়িরই (Car) পিছনের বাম্পারে একটি খাঁচা তৈরি করে রাখা হয়েছে বাচ্চাদের। করাচির (Karachi) রাতের রাস্তায় অন্যান্য গাড়িগুলি যাচ্ছে, আর খাঁচায় বন্দি বাচ্চারা সেগুলি চাক্ষুষ করছে। পাকিস্তানের এমনতর ‘বিরক্তিকর জোগাড়’ দেখে নেটিজ়েনরা ক্ষোভ প্রকাশ করেছেন।
ইনস্টাগ্রামে একটি অটোমোবাইল পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “ট্যাগ করো করাচি ওয়ালো কো!” গাড়িটির পাশ দিয়ে যাওয়ার সময় ব্যাকগ্রাউন্ডে কিছু মানুষজনের হাসাহাসিও শোনা যায়, ঘটনাটিকে নিয়ে তাঁরা কী ভাবছেন, তা জানা গিয়েছে তাঁদের মন্তব্য থেকেই। ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, গাড়িটি পুরোদস্তুর লোকে ভরপুর। সেখানে ছোট্ট বাচ্চাগুলোকে বসানোর জন্য এক ফোঁটাও জায়গা ছিল না। অগত্যা জোগাড়ের শরণাপন্ন হয়ে শেষে গাড়ির পিছনে বাম্পারেই একটা খাঁচার বন্দোবস্ত করা হয়। সেখানেই রখা হয় বাচ্চাগুলিকে।
নেটিজ়েনদের একটা বড় অংশ এই ভিডিয়ো দেকার পরে বেজায় ক্ষুব্ধ হয়েছেন। যদিও কেউ কেউ আবার এখানে হাস্যরসও খুঁজে পেয়েছেন! গাড়িমালিকের সৃজনশীলতাকে খোঁচা দিয়েছেন তাঁরা। অন্যরা ক্ষুদ্ধ হয়েছেন। বলছেন, মা-বাবা হয়ে কীভাবে কোলের সন্তানদের এভাবে বিপদের দিকে ঠেলে দিতে পারেন! গাড়ি মালিককে গ্রেফতারেরও দাবি জানিয়েছেন তাঁরা। কেউ কেউ আবার সড়ক নিরাপত্তা নিয়েও নিজেদের উদ্বেগ প্রকাশ করেছেন। এবং তা নিয়ে কর্তৃপক্ষকে ব্যবস্থাও নিতে বলেছেন অনেকে।
একজন বলছেন, “কেউ যদি পিছন থেকে গাড়িটাকে ধাক্কা দিত, কী হত তাহলে? এরকম বেআক্কেলে এবং কাণ্ডজ্ঞানহীন অভিভাবক খুবই কম দেখা যায়।” আর একজন যোগ করলেন, “বাচ্চাদের এতটা বিপদের মুখে ঠেলে দিয়ে রাস্তায় গাড়ি নিয়ে বেরোতে পারলেন মা-বাবা?” তৃতীয়জন রসিকতা করে বললেন, “ইনি ইলন মাস্কের পাকিস্তানি অবতার।” চতুর্থ ব্যক্তির বক্তব্য, “খুবই বিপজ্জনক! ভিডিয়ো দেখে হেসে বা হাসিয়ে কখনই উৎসাহিত করা উচিত নয়।”