Latest Viral Video: রোজ কত কী ঘটে যাহা তাহা, কিন্তু ওদের কথা কতজনই বা ভাবেন? ওঁরা, যাঁরা আমাদের দূর-দূরান্তে যত দ্রুত সম্ভব ততটা দ্রুততার সঙ্গে পৌঁছে দেন। কেউ হয়তো ভাবেন! সেই তাঁদেরই সন্ধান করে দেয় সোশ্যাল মিডিয়া ও তার সুবিস্তৃত নেটওয়ার্ক। একটি ভিডিয়ো নেটপাড়ায় খুব ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, অটো ড্রাইভারের (Auto Driver) ছবি আঁকছেন এক যাত্রী। তারপর তাঁকে যখন সেই স্কেচটি (Sketch) দেখানো হল, তাঁর প্রতিক্রিয়া ছিল দেখার মতো।
সদ্য ভাইরাল হওয়া ভিডিয়োটি দীক্ষা নামের এক মহিলা তাঁর ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার করেছেন। তাঁর পেজের নাম ‘Art Cart By Diksha’। ক্লিপটিতে দেখা গেল, মহিলা অটো রিক্সাতে ট্রাভেল করছিলেন। সেই সময়ই তিনি অটো ড্রাইভারের ছবি আঁকছিলেন। এখন আপনার মনে হতেই পারে যে, চালক তো সামনের দিকে মুখ করে বসেছিলেন। তাহলে তাঁর ছবি কীভাবে আঁকা হল?
ওই অটো ড্রাইভার যে ভাবে বসেছিলেন, ঠিক সেই ভাবেই পিছন থেকে তাঁর স্কেচটি এঁকেছিলেন দীক্ষা। ছবিটি তাঁকে দেখানো মাত্র যে হাসিটা তিনি হাসলেন, তা যেন সত্যিই মন ভোলানো ছিল। 3 মিনিটের মধ্যেই স্কেচটি তৈরি করে ফেলেন ওই মহিলা। তারপরই তিনি তা ধরিয়ে দিলেন অটো ড্রাইভারের হাতে।
ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “আমি এখন থেকে প্রায়শই এই ধরনের পোস্ট করব। আমি জানি যে, অঙ্কনটি খুব একটা ভাল হয়নি। তার কারণ চলন্ত অটোতে ছবি আঁকা সহজ নয়। কিন্তু আমি শুধু তাঁকে একটা ধন্যবাদ জানাতে চেয়েছিলাম। যখন কোনও অটো আমাকে নিয়ে যেতে চায়নি, তখন তিনি আমাকে ফেরাননি।”
লক্ষাধিক মানুষ এই ভিডিয়ো দেখেছেন। দীক্ষার এহেন আচরণে নেটিজ়েনরা মুগ্ধ হয়েছেন। একজন লিখেছেন, “অনবদ্য একটা কাজ আপনি করে দেখিয়েছেন।” আর একজন যোগ করলেন, “ওই মানুষটার মুখে হাসি ফুটিয়ে আপনি আমাদের মতো প্রত্যেকটা মানুষের দিন উজ্জ্বল করে তুললেন। এত ভাল মানুষ হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।”