Eiffel Tower: শাহরুখের গানে নেচে আইফেল টাওয়ারের সামনে প্রেমিকাকে প্রোপোজ়, নেটিজ়েনদের নাপসন্দ!

Latest Viral Video: আইফেল টাওয়ারের সামনেই তিনি 'কোই মিল গ্যায়া' গানে নেচে তাঁর গার্লফ্রেন্ডকে প্রোপোজ় করলেন। প্রেমিকের এই প্রোপোজ়ের কায়দায় মহিলা অবাক হয়ে যান! তাল মিলিয়ে তিনিও ছোট্ট ছোট্ট স্টেপ করতে থাকেন প্রেমিকের সঙ্গে।

Eiffel Tower: শাহরুখের গানে নেচে আইফেল টাওয়ারের সামনে প্রেমিকাকে প্রোপোজ়, নেটিজ়েনদের নাপসন্দ!
প্রেমের প্রস্তাব দেওয়ার সেই মুহূর্ত।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 17, 2022 | 11:19 PM

Viral Video Today: প্রতিদিন ইন্টারনেটে অগুনতি ভিডিয়ো দেখে চলেছি আমরা। তার মধ্যে কিছু ভিডিয়ো আমাদের হৃদয় হরণ করে। কিছু আবার মনের পাশ ঘেষে বেরিয়ে যায়। তার মধ্যে অনেক আবার প্রেমের ভিডিয়োও থাকে, থাকে বিচ্ছেদের ভিডিয়ো। এবার এক প্রেমিককে দেখা গেল তাঁর প্রেমিকাকে প্রোপোজ় করতে সোজা আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে। আর সেই সময় চলল শাহরুখ খানের জনপ্রিয় গান ‘কোই মিল গ্যায়া’। ভিডিয়োটি খুবই ভাইরাল হয়েছে। কিন্তু এই ভিডিয়ো দেখে নেটিজ়েনদর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে।

টুইটারে সচিন টন্ডন নামের এক ব্যক্তি সদ্য ভাইরাল হওয়া ভিডিয়োটি শেয়ার করেছেন। আইফেল টাওয়ারের সামনেই তিনি ‘কোই মিল গ্যায়া’ গানে নেচে তাঁর গার্লফ্রেন্ডকে প্রোপোজ় করলেন। প্রেমিকের এই প্রোপোজ়ের কায়দায় মহিলা অবাক হয়ে যান! তাল মিলিয়ে তিনিও ছোট্ট ছোট্ট স্টেপ করতে থাকেন প্রেমিকের সঙ্গে। আর সেই জায়গাটার ডেকোরেশনও চমৎকার করা হয়েছিল গোলাপের পাপড়ি ও মোমবাতি দিয়ে সাজিয়ে ‘ম্যারি মি’ লেখা হয়েছিল।

View this post on Instagram

A post shared by ScoopWhoop (@scoopwhoop)

ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “আমি জানি না, কে এই জেন্টলম্যান। আমি নিশ্চিত যে তিনি ভাল করেই বোঝাতে পারেন। কিন্তু না। জাস্ট না।”

ক্লিপটির ভিউ এর মধ্যে ৫ লাখ ছাপিয়ে গিয়েছে। বহু মানুষ রিঅ্যাক্ট করেছেন ভিডিয়োটিতে। কিছু মানুষ ব্য়ক্তির ক্রিয়েটিভিটি পছন্দ করেছেন, কারও আবার এই ভিডিয়ো একবারেই মনপসন্দ হয়নি।

একজন ইউজ়ার লিখেছেন, “আমার মনে হয়, একজনকে বিয়ের জন্য হ্যাঁ করাতে যা-যা দরকার হয়, তিনি তাই করেছেন।” আর একজন যোগ করলেন, “খুব চিজ়ি! অন্তত এটি একটি পরিপূর্ণ স্টেডিয়াম বা অন্য কিছু নয়। আশেপাশে মানুষ দেখছি না। তাঁর প্রতিক্রিয়া না দেখা গেলে আর কী হল! সব নাটক নিষ্ফলে গেল মনে হচ্ছে।”