AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: বড়দিনে পোপের ‘মৃত্যু সংবাদ’ ঘোষণা! এ কী কাণ্ড করলেন সঞ্চালিকা? দেখুন ভিডিয়ো

মাত্র ২ সেকেন্ডের ভিডিয়ো ক্লিপ। সেখানেই দেখা গিয়েছে ভুল করে পোপের মৃত্যু সংবাদ ঘোষণা করে ফেলেছেন সঞ্চালিকা। পরমুহূর্তেই নিজেকে সামলে নেন তিনি। কিন্তু তত ক্ষণে ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিয়ো ক্লিপিংস।

Viral Video: বড়দিনে পোপের 'মৃত্যু সংবাদ' ঘোষণা! এ কী কাণ্ড করলেন সঞ্চালিকা? দেখুন ভিডিয়ো
ছবি সৌজন্যে- মেট্রো নিউজ ইউকে।
| Edited By: | Updated on: Dec 27, 2021 | 2:51 PM
Share

বড়দিনের দিনই ভুল করে পোপের মৃত্যু সংবাদ ঘোষণা করে ফেললেন সঞ্চালিকা। ভুল ঘোষণা করার প্রায় সঙ্গে সঙ্গেই সেটা বুঝতে পারেন তিনি। থেমেও যান। কিন্তু ওই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ITV- র প্রেজেন্টার অর্থাৎ খবরের সঞ্চালিকা এবং সাংবাদিক Kylie Pentelow ক্রিসমাসে দিন পোপ কী বার্তা দিয়েছিলেন, সেটাই পেশ করছিলেন। ভ্যাটিকান সিটির পিটার্স স্কোয়ার থেকে প্রতি বছরই ক্রিসমাসের দিন বিশ্ববাসীর উদ্দেশে বার্তা দেন মহামান্য পোপ।

চলতি বছর পোপের বার্তাতেও ছিল করোনার প্রভাব। বিশ্ব থেকে এই মহামারীর প্রভাব দূর হোক এই প্রার্থনাই করেছেন ৮৫ বছরের পোপ। সেই সঙ্গে তিনি এও বলেছেন, যাঁদের প্রয়োজন তাঁদের কাছে যেন সত্বর ভ্যাকসিন পৌঁছে যায়। আর এই কথা ঘোষণার পরই গন্ডগোল করেছেন ওই সঞ্চালিকা। আচমকাই পোপের মৃত্যু সংবাদ ঘোষণ করে ফেলেন তিনি। পরমুহূর্তেই নিজের ভুল বুঝতে পেরে থেকে যান Kylie Pentelow। তবে পুরো ভুল খবর ঘোষণার আগেই নিজেকে সতর্ক করে নিয়েছিলেন সঞ্চালিকা। বেশ সাবলীল ছন্দে পরবর্তী খবর পড়ার দিকে এগিয়ে যান তিনি।

দেখুন সেই ভাইরাল ভিডিয়ো

ততক্ষণে অবশ্য সঞ্চালিকার ভুল ঘোষণার ভিডিয়ো ক্লিপিংস সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছিল। মাত্র দু’সেকেন্ডের ওই ভিডিয়ো নিয়েই সমালোচনা শুরু করে দেন নেটিজ়েনদের একাংশ। তবে অনেকেই আবার ওই সঞ্চালিকার পরিস্থিতি সামাল দেওয়ার কৌশলের তারিফ করেছেন। হোক না ২ সেকেন্ড, তবু একটা মারাত্মক ভুল তথ্য ঘোষণা করে ফেলেছিলেন ওই সঞ্চালিকা। কিন্তু কৌশল করে তা সামলেও নিয়েছেন। ভুল তথ্য পরিবেশনের মাঝেই কায়দা করে নিজেকে সামনে নিয়েছিলেন Kylie Pentelow। নেটিজ়েনরাও বলছেন যে, সঞ্চালিকা যে কোনওমতেই ইচ্ছে করে এমনটা করেননি, কথার ফ্লোতে বেরিয়ে গিয়েছে, সেটা বোঝা যাচ্ছে। তবে তাঁর খুঁত না ধরে বরং পরিস্থিতি সামাল দেওয়ার দক্ষতার তারিফ করা উচিত।

আরও পড়ুন- Viral Video: রুআফজা ম্যাগি! ‘টু মিনিটস নুডলস’-এর এমন বেহাল দশা দেখে ক্ষুব্ধ নেটিজ়েনরা, দেখুন ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুন- Viral Video: সাপ নিয়ে মিউজিক ভিডিয়ো, মুখে কামড় খেলেন মার্কিন গায়িকা, দেখুন ভিডিয়ো

আরও পড়ুন- Watch: দেড় ফুট লম্বা ‘বাহুবলী’ রোল বানালেন নাসিকের এই ব্যক্তি! একবার চেখে দেখবেন নাকি?