বিয়ের দিন ফটোশুটের জন্য আজকাল নানারকম কায়দা করেন দম্পতিরা। কারও ক্ষেত্রে তো প্রি-ওয়েডিং শুট হয় একদম ফিল্মি স্টাইলে। সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয় সেইসব ভিডিয়ো। তবে সম্প্রতি পাকিস্তানের এক দম্পতি যা করেছেন, তা নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁদের।
ওই দম্পতির বিয়ের ছবিতে দেখা গিয়েছে একটি সিংহ শাবককে। কেমন যেন নেতিয়ে পড়ে রয়েছে সে। উধাও তার সব তেজ। জানা গিয়েছে, সিডেটিভ বা ঘুমের ওষুধ দিয়ে ওই সিংহ ছানাকে বশে রাখা হয়েছে। তারপর ফটোশুটের সময় প্রপ হিসেবে ব্যবহার করা হয়েছে ওই সিংহ শাবককে।
@PunjabWildlife does your permit allow for a lion cub to be rented out for ceremonies?Look at this poor cub sedated and being used as a prop.This studio is in Lahore where this cub is being kept.Rescue him please pic.twitter.com/fMcqZnoRMd
— save the wild (@wildpakistan) March 7, 2021
সোশ্যাল মিডিয়ায় ওই দম্পতির ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই নড়েচড়ে বসেছে বিভিন্ন পশুপ্রেমী সংগঠন। ইনস্টাগ্রামে এই ভিডিয়ো শেয়ার হয়েছিল আফজল-এ-লাহোর ফটোগ্রাফি স্টুডিয়োর তরফে। একটি ভিডিয়ো শেয়ার হয়েছে টুইটারেও। দেখা গিয়েছে, স্বামী-স্ত্রী হাত ধরে ফটোশুট করছেন। তাদের মাঝে শুয়ে রয়েছে ওই সিংহ শাবক। আর এক জায়গায় দেখা গিয়েছে কার্পেটের উপর নেতিয়ে পড়ে রয়েছে সে। ইনস্টাগ্রামের আরও একটি ভিডিয়োতে দেখা গিয়েছে সিংহ শাবককে। ক্লোজ শটে সিংহ শাবকের ছবি দেখেই বোঝা যাচ্ছে তাকে সিডেটিভ দেওয়া হয়েছে।
টুইটে এই ভিডিয়ো শেয়ার করেছে ‘সেভ দ্য ওয়াইল্ড’ নামের পাকিস্তানের একটি অ্যানিম্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। গোটা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তারা। সেই সঙ্গে টুইটে ‘পঞ্জাব ওয়াইল্ডলাইফ’- কে উদ্দেশ্য করে ওই সংগঠন লিখেছে, “এভাবে কি কোনও সিংহকে অনুষ্ঠানের জন্য ভাড়া করার অনুমতি দেওয়া হয়? এই বাচ্চাটিকে আটকে রাখা হয়েছে। ওকে উদ্ধার করুন।”
যদিও পাকিস্তানের ওই ফটো স্টুডিয়োর পক্ষ থেকে জানানো হয়েছে, বিয়েবাড়িতেই একজন (দম্পতির বন্ধু) সিংহ শাবকটিকে নিয়ে এসেছিলেন। ঘটনাচক্রে বর-বউয়ের ছবি তোলার সময় সেখানে সিংহ শাবকটি ছিল। তাই ফটোগ্রাফাররা সিংহ শাবকের সঙ্গে নবদম্পতির কিছু ছবি তুলেছেন। তবে আদতে ঘটনা যাই হোক না কেন, সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো নিয়ে রীতিমতো শোরগোল চলছে। সোচ্চার হয়েছে বিভিন্ন প্রাণী সুরক্ষা সংগঠন। প্রবল সমালোচনার মুখে পড়েছেন ওই নবদম্পতি এবং ফটো স্টুডিয়ো।