Latest Viral Video: ট্রেন বা রেলওয়ে সম্পর্কিত নানাবিধ ঘটনা আমাদের অবাক করে। ট্রেনের যাত্রা থেকে শুরু করে ভিতরের খাবার, ট্রেনের সিট থেকে কেবিন, এসি কোচ এই সবকিছুই আমরা চাক্ষুষ করেছি এবং দৈনিক ভিত্তিতেই তা আমাদের নজরেও আসে। কিন্তু ট্রেনের চাকা সম্পর্কে কতটা জানি আমরা? কখনও কি ভেবে দেখেছেন, হাজার হাজার টন ওজনের ট্রেন যে চাকার উপরে ভর করে চলে, তা তৈরি হয় কীভাবে? সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, কীভাবে ট্রেনের চাকা (Train Wheel) তৈরি হচ্ছে।
@fasc1nate নামক টুইটার হ্যান্ডেল থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। সেই ভিডিয়োই এখন ব্যাপক ভাইরাল। সেই ভিডিয়োতেই তুলে ধরা হয়েছে ট্রেনের টায়ার তৈরির প্রক্রিয়াটি। ট্রেনের চাকা লোহায় তৈরি হয়। আর সেই লোহাকে সঠিক আকার দিতে হলে তা গরম করতে হয়। ভিডিয়োতে ট্রেনের চাকাটিকেও সঠিক আকার দেওয়ার সময় গরম করতে দেখা গিয়েছে।
ট্রেনের চাকার ওই গোল আকার দেওয়ার জন্য একটি ভারী মেশিন ব্যবহার করা হচ্ছে, যা দিয়ে চাকাটিকে চাপ দেওয়া হচ্ছে। প্রচণ্ড চাপে ওই লোহাটি প্রথমে চ্যাপ্টা ও তার গোল হয়ে যায়। সেই সঙ্গেই আরও একটি ছোট চাকাও তৈরি করা হল, যা বড় চাকার সঙ্গে জুড়ে দেওয়া হল।
Video showing how a train wheel is manufactured.pic.twitter.com/jLvdH3MrRO
— Fascinating (@fasc1nate) May 11, 2023
1 কোটিরও বেশি ভিউ হয়েছে ভিডিয়োটির। বহু মানুষ কমেন্ট করেছেন ভিডিয়োতে। একজন বলেছেন, ট্রেনের অনেক কিছুই তো দেখেছি কিন্তু এই প্রথম চাকা কীভাবে তৈরি হয়, তা চাক্ষুষ করলাম। একজন তো আবার মজা করে বলেই দিলেন, এই টায়ার কখনও পাংচার হবে না।
আর একজন যোগ করেছেন, ট্রেনের চাকাটি কেমন যেন পনির কেকের মতো। তৃতীয় জনের বক্তব্য, “ট্রেনের চাকা তৈরি আসলে মানবজীবনের জন্যও বড় শিক্ষা। সঠিক আকার পেতে কতটা কাঠখড় পোড়াতে হয়।”