বরফের উপর ভাল্লুকের তাড়া, কোনও মতে প্রাণ বাঁচিয়ে পালালেন যুবক, দেখুন ভিডিয়ো

Sohini chakrabarty | Edited By: arunava roy

Feb 02, 2021 | 1:45 PM

জানা গিয়েছে, এমন দৃশ্য দেখা গিয়েছে সদূর রোমানিয়ায়।

বরফের উপর ভাল্লুকের তাড়া, কোনও মতে প্রাণ বাঁচিয়ে পালালেন যুবক, দেখুন ভিডিয়ো
ভিডিয়ো দেখে অনেকেই বলেছেন, নির্ঘাত ওই ভাল্লুকের সঙ্গে কিছু কুকর্ম করেছিলেন যুবক।

Follow Us

ভাল্লুকের তাড়া খেলেন এক স্কিয়ার (যাঁরা বরফের উপর স্কি করেন)। ভয়ের চোটে পিঠের ব্যাকপ্যাক ফেলে কোনও মতে পালিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে ভিডিয়ো। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে সদূর রোমানিয়ায়।

রোমানিয়ার ট্রানসিলভ্যানিয়ায় প্রিডিল এলাকায় এই ভিডিয়ো তোলা হয়েছে। দেখা গিয়েছে, বরফের উপর দিয়ে স্কি করে আসছেন এক যুবক। তার পেছনেই তীব্র বেগে ধেয়ে আসছে কালো রঙের এক মোটাসোটা ভাল্লুক। যুবক যত গতি বাড়িয়ে এগোতে চাইছেন, ততধিক গতিবেগ বাড়াচ্ছে ভাল্লুকও। শেষ পর্যন্ত কাঁধের ব্যাগ ফেলে ভাল্লুকটির নজর সেদিকে ঘোরানোর চেষ্টা করেন যুবক। তার ফলেই এ যাত্রায় প্রাণে বেঁচে যান তিনি।

টুইটে এই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যদিও ভাল্লুকটি আচমকা কেন ওই যুবককে তাড়া করেছিল, সেই ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে ভাল্লুকের তাড়া খেয়ে যুবক যে বরফের মধ্যে বেশ বিপাকে পড়েছিলেন তা স্পষ্ট। ভিডিয়োতে দেখা গিয়েছে, ওই বরফে ঢাকা এলাকায় চালু রয়েছে রোপওয়ে পরিষেবাও। সেই রোপওয়ে চড়ে যাতায়াত করছিলেন অনেকেই। নীচে যুবকের পেছনে ভাল্লুকের তাড়া করার দৃশ্য অবাক হয়ে দেখেছেন তাঁরাও।

ভিডিয়ো দেখে অনেকেই বলেছেন, নির্ঘাত ওই ভাল্লুকের সঙ্গে কিছু কুকর্ম করেছিলেন যুবক। তার জন্যই এভাবে বরফের ওপর তাড়া করে বদলা নিয়েছে ওই ভাল্লুক। কেউ-বা বলেছেন, বন্যপ্রাণীদের কখন কী খেয়াল হয় বোঝা দায়। আপন খেয়ালেই হয়তো এমন কাজ করেছে ভাল্লুকটি।

Next Article