এতদিন বন্ধু ছিলেন তাঁরা। বলা ভাল, প্রিয় বন্ধু। সেই বন্ধুর সঙ্গে আর দেখা হবে না। অর্থাৎ বন্ধুত্ব বিচ্ছেদ…। নিজের মতো করে বন্ধুকে বিদায় (viral video) জানালেন তিনি। অর্থাৎ তামিলনাড়ুর সদিভায়াল এলিফ্যান্ট ক্যাম্পের দায়িত্বে থাকা বনদফতরের এক আধিকারিক। বিদায় জানালেন তাঁর এতদিনের প্রিয় বন্ধু, অর্থাৎ একটি হাতিকে।
তামিলনাড়ির মুদুমালাই টাইগার রিজার্ভ ফরেস্টের ওই ক্যাম্পে এতদিন ছিল হাতিটি। তাকে যিনি দেখাশোনা করতেন, সেই বন দফতরের আধিকারিক হাতিটিকে বিদায় জানানোর সময় রীতিমতো কেঁদে ফেলেছেন। শরীরে বিভিন্ন অংশে আঘাত লাগার ফলে হাতিটির মৃত্যু হয়। ট্রাঙ্কে করে তার দেহ নিয়ে যাওয়ার সময় ট্রাঙ্ক থেকে বেরিয়ে থাকা হাতিটির শুঁড় জড়িয়ে কেঁদে ফেলেন ওই আধিকারিক। বন্ধু বিচ্ছেদের সেই ভিডিও আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
It’s really moving to see this tearful bid adieu to an elephant by his companion forester at Sadivayal Elephant Camp in Mudumalai Tiger Reserve, Tamil Nadu. #GreenGuards #elephants
VC: @karthisathees pic.twitter.com/xMQNop1YfI— Ramesh Pandey (@rameshpandeyifs) January 20, 2021
এই ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন ভারতীয় বন দফরের অফিসার জনৈক রমেশ পাণ্ডে। তিনি লিখেছেন, ‘তামিলনাড়ির মুদুমালাই টাইগার রিজার্ভ ফরেস্টের সদিভায়াল এলিফ্যান্ট ক্যাম্পের ওই আধিকারিক যেভাবে হাতিটিকে বিদায় জানাচ্ছে, তা দেখে সত্যিই চোখে জল চলে আসছে।’ বহু মানুষ কমেন্ট করেছেন, অনেক সময় অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। এটা তেমনই একটা মুহূর্ত।