Viral Video: প্রাণের বান্ধবকে ছাড়বে না সে, শুঁড় দিয়ে আটকে রেখেছে কিউট গজরাজ
Viral Video Today: ভিডিয়োর পরতে পরতে ফুটে উঠেছে, একটা অবলা প্রাণীর নির্ভেজাল মানব-প্রেম ও বন্ধুপ্রীতি। X প্ল্যাটফর্মে ভিডিয়োটি শেয়ার করেছেন ভারতীয় রেলওয়ে অ্যাকাউন্ট সার্ভিস অফিসার অনন্ত রূপনাগুড়ি। ভিডিয়োর ক্যাপশনে তিনি লিখছেন, "হাতি ও তার কেয়ারটেকারের মধ্যে সুন্দর বন্ধুত্ব। কিছুতেই তাকে যেতে দেবে না।"
Latest Viral Video: হাতি ও তার কেয়ারটেকারের সুমধুর বন্ধুত্বের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। সুন্দর বন্ধন ইন্টারনেটে বহু মানুষের মন জয় করে নিয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, কীভাবে একটা হাতি তার কেয়ারটেকারকে শুঁড় দিয়ে আটকে রেখে দিয়েছে। বন্ধুর সঙ্গে স্কুটারে চড়ে চলে যেতে চাইছিলেন হাতির কেয়ারটেকার। কিন্তু হাতিটিকে তার প্রাণের বান্ধবকে ছাড়তে নারাজ, আগলে রেখে দিতে চাইছে যেন সে।
ভিডিয়োর পরতে পরতে ফুটে উঠেছে, একটা অবলা প্রাণীর নির্ভেজাল মানব-প্রেম ও বন্ধুপ্রীতি। X প্ল্যাটফর্মে ভিডিয়োটি শেয়ার করেছেন ভারতীয় রেলওয়ে অ্যাকাউন্ট সার্ভিস অফিসার অনন্ত রূপনাগুড়ি। ভিডিয়োর ক্যাপশনে তিনি লিখছেন, “হাতি ও তার কেয়ারটেকারের মধ্যে সুন্দর বন্ধুত্ব। কিছুতেই তাকে যেতে দেবে না।”
হৃদয়গ্রাহী এই ভিডিয়ো বহু মানুষের মন কেড়ে নিয়েছে। শুঁড় দিয়ে তার কেয়ারটেকারকে আটকে ধরে রয়েছে হাতিটি। ওই কেয়ারটেকার লোকটির বন্ধু আসে তাঁকে নিতে। ভিডিয়োতে দেখা গেল, স্কুটারটি যখনই এসে থামল তখনই ওই কেয়ারটেকারকে দেখা গেল তিনি সেখানে ওঠার চেষ্টা করছেন। কিন্তু, তাঁকে ছাড়ে কে। তাঁর পথ যে আটকে রেখেছে প্রাণের বান্ধবই।
The bonding between the elephant and it’s caretaker – it won’t just let him go! ❤️ #elephants #bonding @Gannuuprem pic.twitter.com/AOkTmi7ceJ
— Ananth Rupanagudi (@Ananth_IRAS) September 27, 2023
ঠিক যখনই তিনি স্কুটারে উঠতে যাবেন, হাতিটি তাঁর দিকে ছুটে আসে এবং গাড়িটি থামিয়ে দেয়। হাতিটি তখন তাঁর কেয়ারটেকারকে শুঁড় দিয়ে আলতো করে ধাক্কা দিয়ে নিচে নামাতে রাজি করায়। গত 27 সেপ্টেম্বর ভিডিয়োটি শেয়ার করা হয়েছিল। তারপর থেকে তা ব্যাপক ভাইরাল হয়েছে। 40 হাজারের কাছাকাছি ভিউ হতে চলেছে, আর সেই সংখ্যা বেড়েই চলেছে।
কমেন্ট সেকশনে নেটিজ়েনরা নিজেদের মন্তব্য করেছেন। একজন লিখছেন, ‘এত সুন্দর আর মিষ্টি একটা বন্ধুত্ব দেখে আমিও বাড়িতে হাতি পুষতে চাই।’ দ্বিতীয় জন যোগ করলেন, “সত্য়িই এমন ভালবাসা মনে হয় মানুষের কাছ থেকেও পাওয়া যায় না।”