Viral Video: বিয়ের দিনও অফিস থেকে মুহুর্মুহু ফোন! মজাদার এই ভিডিয়োর এখন ৫ মিলিয়ন ভিউ

Viral Video: বিয়ের দিনও অফিস থেকে মুহুর্মুহু ফোন! মজাদার এই ভিডিয়োর এখন ৫ মিলিয়ন ভিউ
ভিডিয়ো থেকে নেওয়া স্ক্রিনশট।

বিয়ের পিঁড়িতে বসবেন কনে, সাজবেন যত্নে, কিন্তু তার জো নেই। কারণ অফিস থেকে জরুরি একটার পর এক ফোন এসেই চলেছে। কী হল তারপরে, জানতে...

TV9 Bangla Digital

| Edited By: Sayantan Mukherjee

Jan 27, 2022 | 3:54 AM

বিয়ের (Wedding) দিনও তিনি ছাড় পেলেন না! একের পর এক ফোন এসেই চলেছে। একবার মাত্র বিয়ের পিঁড়িতে বসবেন, ফোন ছেড়ে যে একটু মন দিয়ে সাজবেন, তার জো নেই! অফিসের (Workplace) ফোন, আবার কী! সম্প্রতি এমনই একটি ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিয়ের দিন কনে তৈরি হবেন, আর সেই সময় অফিসের ফোন এসেই চলেছে। হবু বধূকে বেশ বিরক্তই লাগছে। আর স্বাভাবিকও, কর্মক্ষেত্রের ক্রমাগত কলই তাঁর কাছে বিরক্তিকর হয়ে উঠেছে। ইনস্টাগ্রামে ভিডিয়োটি সম্প্রতি পোস্ট করা হয়েছে। ভিউ ইতিমধ্যেই ৫ মিলিয়ন ছাপিয়ে গিয়েছে।

নতুন এই ভিডিয়োতে দেখা গিয়েছে, সেই মহিলা সাজছেন আর ফোন এসে যাচ্ছে। পরিষ্কার বোঝা যাচ্ছে, অফিস থেকেই ফোন এসেছে। ভিডিয়োটি পোস্ট করা হয়েছে অফিসিয়াল সোনা কউরের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে। তিনিই ছিলেন সেই মহিলার মেকআপ আর্টিস্ট। ভিডিয়োর টেক্সটে লিখেছেন, ‘ওয়ার্ক ফ্রম হোম হলে যা হয় আর কী!’

হবু বধূকে বলতেও শোনা গিয়েছে, “এদের কে বোঝাবে যে, আজকে আমার বিয়ে।” এমনকি মেকআপ হয়ে গিয়েছে, তিনিও তৈরি, বিবাহবাসরে তাঁর গ্র্যান্ড এন্ট্রির জন্য সবাই অপেক্ষা করছেন – কিন্তু, কে কার কথা শোনে। ফোন সেই এসেই যাচ্ছে।

প্রচুর মানুষ এই ভিডিয়ো পছন্দ করেছেন। তাঁদের কারও সঙ্গে আবার এমনই ঘটনা ঘটেছিল। কেউ আবার অবাক হয়েছেন যে, বিয়ের মতো একটা বিশে, দিনে পাত্রী ছুটি নিলেন না কেন! তাঁদের একজন বলছেন, “এমন আবার হয় নাকি। তুমি ছুটি নিলে না কেন?” কেউ বলেছেন, “এই দেখে তো আমার ভয় হচ্ছে। আমার সঙ্গেও আবার এরকম না হয়।”

আরও পড়ুন:  Viral Video: ভুবনের ‘কাঁচা বাদাম’ গানে নাচ, ফের ভাইরাল তানজ়ানিয়ার কিলি পল

আরও পড়ুন: Viral Video: দুটি ট্রেনের মাঝে পাল্লা দিয়ে ছুটে চলেছে এই ঘোড়া, ভিডিয়োতে দেখুন কী হল তার পরিণতি…

আরও পড়ুন: Viral Video: অটোতে আইপ্যাড, ফ্রি ওয়াই-ফাই, ছোট্ট একটা ফ্রিজ, চালককে ‘ম্যানেজমেন্টের প্রফেসর’ বলছেন আনন্দ মাহিন্দ্রা

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 BANGLA