জঙ্গল সাফারিতে বেরিয়েছেন আপনি। বসে রয়েছেন গাড়ির মধ্যে। হঠাৎই গাড়িতে টান। টানছে একটু পূর্ণবয়স্ক বাঘ। এমনই অভিজ্ঞতার সাক্ষী হলেন কিছু পর্যটক। ঘটনাস্থল বেঙ্গালুরুর বান্নেরঘাটা বায়োলজিক্যাল পার্ক। সেখানকার এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (viral video)। তবে যিনি শেয়ার করেছেন, তিনি স্পষ্ট করেছেন ভিডিওটি হোয়াটস্অ্যাপের মাধ্যমে পেয়েছেন। ফলে এই ঘটনা কবেকার, তা জানা যায়নি।
দেড় মিনিটের ভিডিওতে দেখা যাচ্ছে গাড়ির পিছনের অংশ দাঁতে কামড়ে টানছে বাঘটি। তার ফলে ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে গাড়ি। না! দেখে তেমনই মনে হলেও, ওই গাড়ির চালক ধীরে ধীরে পিছিয়ে দিচ্ছিলেন গাড়ি। অন্য একটি গাড়ি থেকে তোলা হয়েছে গোটা ভিডিও।
Tiger pulling tourist vehicle in Bannerghatta park , Bengaluru
?
Recieved on whatsapp pic.twitter.com/TfH8mAiN2b— Mona Patel (@MonaPatelT) January 15, 2021
এই ভিডিও শেয়ার হওয়ার পরই বিভিন্ন মন্তব্য ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। কেউ বলছেন, গাড়িতে বসে থাকা সকলের শাস্তি হওয়া উচিত। এই পরিস্থিতিতে ইচ্ছাকৃত ভাবে গাড়িটি পিছিয়ে দিয়ে ঠিক করেননি চালক। এতে বিপদ হতে পারত। আবার কারও মনে হয়েছে, জঙ্গল সাফারিতে যাওয়া পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করা দরকার। যদিও ভারপ্রাপ্ত আধিকারদের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কোনও বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন, সেলেব সন্তান মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, এ কেমন মানসিকতা?