Viral Video: শাহরুখ খানের গানে মজেছেন মার্কিন নৌবাহিনী! গলা মিলিয়ে গাইছেন ‘কাল হো না হো’
US Navy Officers Sing Bollywood Music: এবার যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, তা দেখে আপনার ঠোঁটের কোণেও হাসি ফুটে উঠবে।

বলিউডের বাদশাহ শাহরুখ খানের ফ্যানদের বিশ্বজুড়ে। এমনকী তাঁর অভিনীত সিনেমার এখন চর্চা হয় বিশ্বের বিভিন্ন দেশ জুড়ে। এর আগেও শাহরুখ খান অভিনীত সিনেমার সংলাপ বা গান ভাইরাল হয়েছে। কিন্তু এবার যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, তা দেখে আপনার ঠোঁটের কোণেও হাসি ফুটে উঠবে। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে আমেরিকার নৌসেনারা শাহরুখ খানের ‘কাল হো না হো’-এর টাইটেল ট্র্যাক গাইছেন। এমনই সুন্দর ভাবে তাঁরা গানটি উপস্থাপন করেছেন যে এই ভাইরাল ভিডিয়োটি নজর এড়ায়নি নেটিজেনদের। পাশাপাশি ভারতীয়রা প্রশংসা করেছেন ওই আমেরিকান নৌসেনাদের।
টিকটক, ইনস্টা রিলস আসার পর থেকে সিনেমার গান, সংলাপের উপর ছোট ভিডিয়ো করার চল বেড়ে গিয়েছে। বলিউডের গানের জনপ্রিয়তা যে বিশ্বজুড়ে রয়েছে তাও এর আগে প্রমাণিত হয়েছে। বলিউডের বেশ কিছু গানে নাচতে দেখা গিয়েছে কোরিয়ান ছাত্রদের। বলিউডের গানে রিলস তৈরি করেছেন আফ্রিকা বাসিন্দারাও। কিন্তু এই ভাইরাল ভিডিয়ো কোনও রিলস বা টিকটক ভিডিয়ো নয়। বরং রীতিমতো সঠিক হিন্দি উচ্চারণ করে ‘কাল হো না হো’ গান গাইছেন আমেরিকার তিনজন নৌসেনার কর্মী।
দেখুন সেই ভাইরাল ভিডিয়ো,
#Watch A Jugalbandi for India-US Dosti
US navy officers sing a Bollywood song at the Secretary of Navy’s dinner on the Potomac river in #WashingtonDC @SandhuTaranjitS@IndianEmbassyUS @USNavy @SECNAV@iamsrk @karanjohar #KalHoNaHo #India #US #Bollywood #Song #Viral pic.twitter.com/VmNuwF57uF
— NewsMobile (@NewsMobileIndia) August 24, 2022
সুর, শব্দ সব কিছু একদম সঠিক। পাশাপাশি সঠিক হিন্দি উচ্চারণে গান গাইছেন তাঁরা। পাশাপাশি বাজাচ্ছেন বাদ্যযন্ত্রও। তাঁদের পরনে রয়েছে আমেরিকার নৌবাহিনীর পোশাক। এই মিষ্টি ভাইরাল ভিডিয়োটি সকলের মন জয় করে নিয়েছেন। বিশেষত ভারতীয়রা এই ভিডিয়োটি দেখে কুর্নিশ জানিয়েছে ওই নৌসেনাদের।
