Viral Video: গভীর সমুদ্রে কুমিরের সঙ্গে জলকেলি এই স্বল্পবসনা সুন্দরীর, তার দুষ্টুমিতে মজেছে নেটদুনিয়া

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

May 12, 2023 | 2:19 PM

Latest Viral Video: একটি মেয়ে বিকিনি পরে গভীর জলে কোনও ভয় না পেয়ে কুমিরের সঙ্গে জলে সাঁতার কাটছে। শুনেই নিশ্চয়ই চমকে উঠলেন। ভাবছেন এমনটা কীভাবে সম্ভব?

Viral Video: গভীর সমুদ্রে কুমিরের সঙ্গে জলকেলি এই স্বল্পবসনা সুন্দরীর, তার দুষ্টুমিতে মজেছে নেটদুনিয়া

Follow Us

Viral Video Today: কুমির জলে থাকা সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে একটি। এমন অনেক ভিডিয়ো নিশ্চয়ই দেখেছেন, যেখানে কুমিরকে সিংহ-চিতার মতো প্রাণীদের শিকার করতে দেখা গিয়েছে। ফলে জলে কুমির থাকলে অনেক প্রাণীই জল খেতে নামে না। কিন্তু বর্তমানে এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে একটি মেয়ে বিকিনি পরে গভীর জলে কোনও ভয় না পেয়ে কুমিরের সঙ্গে জলে সাঁতার কাটছে। শুনেই নিশ্চয়ই চমকে উঠলেন। ভাবছেন এমনটা কীভাবে সম্ভব? কিন্তু আদতেই এমনটা হয়েছে। প্রকাণ্ড একটি কুমিরের পেটে হাতও বুলিয়ে দিচ্ছেন সাঁতার কাটতে কাটতে। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় প্রচুর মানুষের নজর কেড়েছে। আপনিও দেখলে চমকে উঠবেন।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি মেয়ে বিকিনি পরে গভীর সমুদ্রে সাঁতার কাটছে। কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় হল তার সঙ্গে একটি কুমিরও রয়েছে। আর কুমিরটিও মেয়েটিকে সাঁতারের সঙ্গী বানিয়ে নিয়েছে। আপনার মনে হতে পারে, কুমিরটি নিশ্চয়ই ছোট। কিন্তু না, একেবারেই তা নয়। প্রকাণ্ড একটি কুমিরের সঙ্গেই দিব্যি সাঁতার কাটছে মেয়েটি। আর মেয়েটির উপর উপরই যাচ্ছে কুমিরটিও। তাদের এক সঙ্গে এভাবে সাঁতার কাটতে দেখে অবাক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না।

ভিডিয়োটি ক্রিস্টোফার জিলেট নামের একটি অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। পোস্টে একটি বড় ক্যাপশনও লিখেছেন। ভিডিয়োটি ভাইরাল হতেই হতবাক অধিকাংশ নেটিজ়েন।এখনও পর্যন্ত অনেক লাইক আর ভিউ হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ লিখেছেন, “আমি এখনও নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না।” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “কুমিরটিও কত সুন্দরভাবে তার সঙ্গে রয়েছে। কুমিরকে আমি এভাবে আগে কখনও দেখিনি।”

Next Article