Viral Video Today: অনেকেই জঙ্গলে সাফারি করতে পছন্দ করেন। বিভিন্ন অভয়ারণ্যে সাফারি করানোর জন্য অনেক অভিজ্ঞ লোক থাকেন। বাঘ, সিংহ কিংবা হাতির মতো বিভিন্ন ভয়ঙ্কর প্রাণীদের দেখার জন্য বহু মানুষই সাফারি করতে জঙ্গলে যান। এমনিতেও হাতিকে জঙ্গলের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী বলে মনে করা হয়। তবে হাতি যখন রেগে যায়, তখন সবকিছু ধ্বংস করে দেয়। তার অনেক ভিডিয়োয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মানুষ যখনই জঙ্গল সাফারি করে, তখনই তারা বন্য প্রাণীদের অনেক কাছে যেতে চায়। কিন্তু তার পরিনতি যে কী হতে পারে, কেউ ভেবে দেখে না। তার উপরে বর্তমানে মানুষ যা-ই দেখে, তার সব কিছুই স্মার্টফোনে ক্যামেরা বন্দী করতে চায়। আর তার ফলেই নেমে আসে বিপদ। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে কয়েকটি মানুষ জঙ্গলে সাফারি করতে গিয়ে হাতির সামনে এসে পড়েছে। হাতিটি তাদের দেখে এমন কিছু করে বলে, যা দেখেলে আপনি চমকে যাবেন।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, কোনও এক জঙ্গলের মাঝের রাস্তায় সাফারি করছেন কিছু মানুষ। গাড়িতে বসে আছেন। আর ঠিক সেই সময় সেখানে একটি প্রকাণ্ড হাতি এসে পড়ে। হাতিটিও তাদের দেখে তাড়া করতে থাকে। এরই মধ্যে একটি লোক গাড়ি থেকে নেমে রাস্তায় দৌড়াতে থাকে। আর হাতিটিও তাকে তাড়া করতে থাকে। এমন সময় হাতিটি অনেক কাছে চলে আসে, কিন্তু তখনও গাড়িতে বসে থাকা এক মহিলা সেটির ভিডিয়ো করতে থাকে। হাতিটি খুব জোরে ছুটছে দেখে গাড়ির চালক স্পিডে গাড়ি চালাতে শুরু করেন। আর একটু দেরি হলেই ভয়ঙ্কর বিপদ হতে পারত।
This is not “Fun” its “Fatal” pic.twitter.com/qtIOlrKvqb
— WildLense® Eco Foundation ?? (@WildLense_India) May 9, 2023
ভিডিয়োটি টুইটারে শেয়ার করেছে ওয়াইল্ডল্যান্স ইকো ফাউন্ডেশন নামের একটি অ্যাকাউন্ট থেকে। এখনও পর্যন্ত ভিডিয়োটিতে প্রচুর লাইক ও ভিউ হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন এই ভিডিয়োয়। কেউ বলেছেন, “মেয়েটির কোনওভাবেই উটিৎ হয়নি এত কাছে যাওয়া। হাতিটি ধরে ফেললে পিষে দিত।” আরও এক ব্যক্তি কমেন্ট করেছেন, “যে লোকটি দৌড়াল, তিনি মনে হয় বাইক চালাচ্ছিলেন। আর তখনই হাতিটি সামনে চলে আসে।”