Viral Video: 40 সেকেন্ডে এই কুকুর যা করল, Video দেখলে কখনও হার মানবেন না আপনি!

Latest Viral Video: ভিডিয়োটি ভাইরাল হতেই প্রচুর মানুষের নজর কেড়েছে। এই ভিডিয়োটি সাহস জোগাবে সব ব্যর্থতা অতিক্রম করার। এমনকি ভিডিয়োটি আপনার জীবন বদলে দিতে পারে।

Viral Video: 40 সেকেন্ডে এই কুকুর যা করল, Video দেখলে কখনও হার মানবেন না আপনি!
Follow Us:
| Edited By: | Updated on: May 12, 2023 | 8:15 AM

Viral Video Today: ছোট বেলার সেই রাজা আর মাকড়শার গল্পটা মনে আছে তো? জীবনে শত ব্যর্থতাতেও যে হাল ছেড়ে দিতে নেই, সেই শিক্ষাই দিয়েছিল। কিন্তু তা আর কতটাই বা মেনে তলে মানুষ। সব কিছু পাওয়ার তাগিদে যখনই কোনও একটা ব্যর্থতা আসে, তখনই ভেঙে পড়ে খুব সহজে। জীবনের লক্ষ্যে পৌছাতে ভুলে যান। আর তার ফলে জীবনে যে আবেগ, সাহসের প্রয়োজন হয়, মাঝে মাঝে তা কমে যায়। তবে সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা আপনাকে আবারও সেই গল্পের কথা মনে করিয়ে দেবে। একটি কুকুর শত চেষ্টাতেও উঁচু দেওয়াল টপকাতে পারছিল না। কিন্তু সে কোনও মতেই হাল ছাড়তে রাজি নয়। ক্রমাগত চেষ্টা করতে থাকে সে। না একবারে হয়নি। তবুও তার চেষ্টার কোনও কমতি হয়নি। অবশেষে সে তার চেষ্টার ফল পায়। ভিডিয়োটি ভাইরাল হতেই প্রচুর মানুষের নজর কেড়েছে। এই ভিডিয়োটি সাহস জোগাবে সব ব্যর্থতা অতিক্রম করার। এমনকি ভিডিয়োটি আপনার জীবন বদলে দিতে পারে।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি কুকুর বাড়ির ভিতরে দেওয়াল টপকে বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করেছে। কিন্তু দেওয়ালটা এতটাই উঁচু যে, লাফিয়েও নাগাল পাচ্ছে না। কিন্তু তার চেষ্টাও অভিনব, যা আপনার দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য। কুকুরটি দেওয়াল থেকে বেশ কিছুটা দূরে গিয়ে, তারপরে আবার লাফাচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে তার এই চেষ্টা চলতে থাকল। অবশেষে সে দেওয়ালে উঠে পড়ল। আর সোজা ঢুকে পড়ল বাড়ির ভিতর। পরিশ্রম করলে যে আর ফল পাওয়া যায়, তা এই ভিডিয়োটিতে প্রমাণ হল।

টুইটারে শেয়ার করার পর থেকে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। এখন পর্যন্ত ভিডিয়োটি 14 লাখ ভিউ হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন ভিডিয়োয়। কেউ বলছেন,”ব্যর্থ প্রচেষ্টার পরেও কঠোর পরিশ্রম চালিয়ে যেতে দেখে অবাক লাগল।” আরও এক ব্যাক্তি লিখেছে, “জীবনে কখনও হাল ছেড়ে দিতে নেই সহজেই।”