Gold Price Today: বড়দিনে বাম্পার ছাড় সোনা-রুপোয়! পার্কস্ট্রিটে লাইন না দিয়ে সোনার দোকানে যান…

Gold-Silver Price: একধাক্কায় আজ ফের কমল সোনার দাম। জানুয়ারি-ফেব্রুয়ারি জুড়ে বিয়ের মরশুম। শেষ মুহূর্তের কেনাকাটায় যারা ব্যস্ত, তাদের জন্য দারুণ সুখবর।

Gold Price Today: বড়দিনে বাম্পার ছাড় সোনা-রুপোয়! পার্কস্ট্রিটে লাইন না দিয়ে সোনার দোকানে যান...
ফাইল চিত্র।Image Credit source: Getty Image
Follow Us:
| Updated on: Dec 25, 2024 | 10:02 AM

কলকাতা: আজ বড়দিন। শহর জুড়েই উৎসবের মরশুম। সেজে উঠেছে তিলোত্তমা। আর উৎসবের মরশুমে খুশির খবর সোনার বাজারেও। একধাক্কায় আজ ফের কমল সোনার দাম। জানুয়ারি-ফেব্রুয়ারি জুড়ে বিয়ের মরশুম। শেষ মুহূর্তের কেনাকাটায় যারা ব্যস্ত, তাদের জন্য দারুণ সুখবর। সস্তায় সোনা কিনতে আজই যান দোকানে।

২২ ক্যারেট সোনার দাম-

২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭ হাজার ৮৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭০ হাজার ৮৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ লক্ষ ৮ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার।

২৪ ক্যারেট সোনার দাম-

আজ ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭ হাজার ৭৩৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭৭ হাজার ৩৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৭ লক্ষ ৭৩ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

১৮ ক্যারেট সোনার দাম-

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫ হাজার ৮০০ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৮ হাজার টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৮০ হাজার টাকা। ১০০ টাকা দাম কমেছে একদিনে।

রুপোর দাম-

সোনার পাশাপাশি রুপোও সস্তা হয়েছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৯ হাজার ১৩০ টাকা। ১ কেজি রুপোর দাম ৯১ হাজার ৩০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।