Viral Video: মালিকের সবজি ক্ষেত রক্ষা করতে তৎপর পোষ্য কুকুর, ছাগলের পাল দেখলেই রণং দেহি মেজাজ!

Latest Viral Video: এই ভিডিয়ো পোস্ট হতেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত অনেক লাইক আর অনেক কমেন্ট পড়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন। এখন পর্যন্ত 2.38 লক্ষেরও বেশি মানুষ এই ভিডিয়োটি লাইক করেছেন।

Viral Video: মালিকের সবজি ক্ষেত রক্ষা করতে তৎপর পোষ্য কুকুর, ছাগলের পাল দেখলেই রণং দেহি মেজাজ!
Follow Us:
| Edited By: | Updated on: Aug 12, 2023 | 6:34 PM

Viral Video Today: কুকুরকে সবচেয়ে বিশ্বস্ত প্রাণী বলা হয়। বাড়ি পাহাড়া দিতে কিছু কিছু কুকুর ওস্তাদ। কিন্তু কখনও কোনও কুকুরকে চাষের ক্ষেত রক্ষা করতে দেখেছেন? শুনেই অবার হলেন তো? ভাবছেন ক্ষেতের পাহারাদার একটি কুকুর? এমনই দেখা গিয়েছে সদ্য ভাইরাল হওয়া একটি ভিডিয়োয়। ভিডিয়োটি দেখে চোখ কপালে উঠেছে অধিকাংশ নেটিজেনের। তাতে দেখা যাচ্ছে, যাতে ছাগলে এসে মালিকের ক্ষেতের একটাও ফসল নষ্ট না করতে পারে, তার সমস্ত ব্যবস্থা করছে কুকুরটি। আর তার এই কাণ্ড দেখে আপনিও চমকে উঠবেন।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি ছাগল ফসল খেতে মাঠে ঢুকছে। আর তাকে দেখেই ছুটে আসছে কুকুরটি। সে তার মালিকের ফসলের দিকে এক পা এগতেই ঘাড়ে এক কামড় বসিয়ে দেয় কুকুরটি। তারপরে সব ছাগলকে সেখান থেকে তাড়িয়ে দেয়। পরের অন্য একটি দৃশ্যে দেখা যাচ্ছে, কুকুরটি তা মালিকের ক্ষেতের সামনে দিয়ে একবার এদিকে আর একবার ওদিকে যাচ্ছে। তাকে দেখতে পেয়ে বেশ কিছু ছাগল ফসলের দিকে এগনোরও সাহস করছে না। ক্ষেতের পাশের অন্য ঘাস খাচ্ছে।

এই ভিডিয়ো পোস্ট হতেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত অনেক লাইক আর অনেক কমেন্ট পড়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন। এখন পর্যন্ত 2.38 লক্ষেরও বেশি মানুষ এই ভিডিয়োটি লাইক করেছেন। কেউ বলেছেন, “কুকুরটির ভয়ে ছাগলগুলো মাঠের বাইরে চরছে। এটা দেখে আপনি হাসি চেপে রাখতে পারলাম না।” আরও এক ব্যক্তি কমেন্টে মজার ছলে লিখেছেন, “কুকুরটিকে ক্ষেত থেকে বের করে এনে সীমান্তে পাঠানোর ব্যবস্থা করা হোক।”