Viral Video Today: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য মানুষ বর্তমানে কত কী-ই না করছে। বিভিন্ন গানে রিল বানিয়ে সেগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অনেক মানুষই। আর সেই লাইক, ভিউস পাওয়ার জন্য যেখানে সেখানে রিল বানাতে শুরু করেছেন বহু মানুষ। তাছাড়াও বর্তমানে মেট্রোয় অনেক ভিডিয়োই ভাইরাল হয়েছে। যদিও প্লেনও সেই থেকে মুক্তি পায়নি। এবার ট্রাফিক জ্যামে আটকে থাকা একটি বাসের ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখলে আপনি হাসি থামতে চাইবে না। যেখানে এই প্রচণ্ড গরমে ট্রাফিক জ্যামে বাস আটকে গেলে মাথায় হাত পড়ে সকলের, সেখানে একটি মেয়ে বাসের মধ্যে নাচতে শুরু করেছে। আর বাসের সবাইও তা বেশ ভালভাবেই উপভোগ করেছেন। সবটাই যে একটি ঠিকঠাক রিল তৈরির প্রচেষ্টা, তা আর বলার অপেক্ষা থাকে না।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি বাস ট্রাফিক জ্য়ামে আঁটকে রয়েছে। ভিডিয়োটি ইন্দোরের, কারণ বাসে AICTSL লেখার রয়েছে অটল ইন্দোর সিটি ট্রান্সপোর্ট সার্ভিস। বাসটি ট্রাফিকে আটকে, আর ঠিক সেই সময় বাসের ভিতর একটি মেয়েকে নাচতে দেখা যাচ্ছে। বাসটিতে বেশ কয়েকজন লোকও রয়েছে। তারাও মেয়েটিকে দেখে হতবাক হয়ে গিয়েছে। গরমে যখন বাসের ভিতর প্রা ওষ্ঠাগত, তখন কীভাবে বাসের মধ্যে এভাবে নাচা সম্ভব? ভিডিয়োটি দেখে প্রশ্ন তুলেছেন নেটিজ়েনরা।
রাস্তায় থাকা অন্য লোক সেই ভিডিয়োটি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। আর তারপর থেকে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত অনেক ভিউ আর লাইক এসেছে। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “ভাইরাল হওয়ার জন্য মানুষ এবার যেখানে সেখানে রিল বানাতে শুরু করেছে।”