সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে প্রায় প্রতিদিনই কোনও না কোনও ভিডিয়ো চোখে পড়ে। তার মধ্যে কিছু ভিডিয়ো দেখলে চোখ কপালে ওঠার জোগাড় হয়। জলের যে প্রাণীটির থেকে বনের বিরাট শিকারী প্রাণীরাও দূরত্ব বজায় রাখে, তার সঙ্গেই পাঙ্গা নিয়েছে এক যুবতী। আর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অবাক অধিকাংশ নেটিজেন। প্রশ্ন একটাই, এমনটাও সম্ভব? সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হওয়া এই ভিডিয়োয় কী দেখা যাচ্ছে?
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, হঠাৎই এক যুবতী নদীতে দৌড়ে নেমে পড়ে। কিন্তু তার আগেই আপনার যেদিকে চোখ যাবে, তা হল নদীতে অসংখ্য কুমির রয়েছে। আর কোনও কিছুকে পরোয়া না করেই নির্দিষ্ট একটি কুমিরের পিছনে ছুটতে থাকে। আর জলের গভীরে নামতে থাকে। তারপরে একটি দড়ি দিয়ে কুমিরটিকে বেঁধে জল থেকে বের করে আনতে দেখা গিয়েছে। কিন্তু সেই দড়ি পরাতে যুবতীর নাজেহাল অবস্থা হয়েছে, তা আপনি নিজেই বুঝতে পারবেন। ভিডিয়োতে আপনি দেখতে পাবেন, কীভাবে মেয়েটি দৌড়ে গিয়ে কুমিরে ভরা পুকুরে ঝাঁপ দেয়। তারপর সেখান থেকে একটি কুমির ধরে বের করে আনে। তাকে এটা করতে দেখার জন্য অনেক লোক জড়ো হয়েছিল, কারণ এটা মোটেই কোনও সহজ কাজ নয়। কিন্তু এমনটা কেন করা হয়েছে, আর মেয়েটি আদৌ এই বিষয়ে প্রশিক্ষিত কি না, তা জানা যায়নি।
এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে naturehd22 নামের আইডিতে শেয়ার করা হয়েছে, যা এখনও পর্যন্ত এক লাখেরও বেশি ভিউ হয়েছে। আর এই ভিডিয়োটি 16 হাজারের বেশি মানুষ লাইক করেছেন। অনেকে অনেক কমেন্টও করেছেন এই ভিডিয়ো দেখে। এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “সবচেয়ে অবাক ব্যাপার হল যখন জল থেকে সেই কুমিরটিকে বের করে নিয়ে আসা হচ্ছিল, বাকি সমস্ত কুমির দেখছিল।”