Viral Video: আচমকা মারাত্মক লড়াই কুকুর আর বাঁদরের, শেষ পর্যন্ত নাকানিচোবানি খেল কে দেখুন শুধু!
Latest Viral Video: এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে, যা এখনও পর্যন্ত 34 হাজারেরও বেশি ভিউ হয়েছে, পাশাপাশি কয়েকশ মানুষ ভিডিয়োটি লাইকও করেছেন। অনেকে অনেক কমেন্ট করেছন।
Viral Video Today: সোশ্যাল মিডিয়ায় তো প্রায়শই কোনও না কোনও ভিডিয়ো ভাইরাল হয়। পশু-পাখিদের ভিডিয়ো দেখতে প্রচুর মানুষ পছন্দ করে। তার অদ্ভুত অদ্ভুত অনেক ভিডিয়োও সামনে আসে। তেমনই একটি অবাক করা ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেখানে একটি বাঁদর আর একটি কুকুরকে মারামারি করতে দেখা যাচ্ছে। এমনকি কেউ কাউকে ছাড়তে নারাজ। তাদের লড়াই দেখলে আপনি চমকে উঠবেন। ভিডিয়োটি পোস্ট করার পর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। কিন্তু কী দেখানো হয়েছে ভাইরাল হওয়া এই ভিডিয়োয়?
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি কুকুর এবং একটি বাঁদর একে অপরের সামনা সামনি দাঁড়িয়ে। এরপর হঠাৎই কোনও কারণ ছাড়াই তাদের মধ্যে মারামারি শুরু হয়। বাঁদরটি কুকুরের উপর ঝাঁপিয়ে পড়ে। কখনও বাঁদরটি কুকুরের পিঠে ঝাঁপিয়ে পড়ে, আবার কখনও মুখ আঁচড়াতে থাকে। কুকুরটি শত চেষ্টা করেও তার থেকে রেহাই পাচ্ছে না। কিছুক্ষণ পরে আপনি দেখতে পাবেন বাঁদরটি কুকুরটির ঘাড় ধরে ঝুলতে থাকে। আর কামড়ে ধরে থাকে। কুকুরটি চিৎকার করলেও তাকে ছাড়ে না বাঁদর। তবে এই সব কিছুর মধ্যে আপনার যেটা দৃষ্টি আকর্ষণ করবে, তা হল বাঁদরটি একটি কালো রঙের প্যান্ট পরে রয়েছে। আর সেই দৃশ্য দেখে কিছু মানুষ হাসি চেপে রাখতে পারেনি।
View this post on Instagram
এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে, যা এখনও পর্যন্ত 34 হাজারেরও বেশি ভিউ হয়েছে, পাশাপাশি কয়েকশ মানুষ ভিডিয়োটি লাইকও করেছেন। অনেকে অনেক কমেন্ট করেছন। কেউ বলেছেন, “এই সব কিছুর মধ্যেও আমার চোখ বাঁদরটির প্যান্টের দিকেই গেল।” আরও এক ব্যক্তি কমেন্টে জানিয়েছেন,”ভিডিয়োটির শেষে কী হল, তা দেখতে পেলে ভাল হত। তবে মাঝ পথেই ভিডিয়োটি শেষ হয়ে গিয়েছে।”