Viral Video: জংলী কুকুরদের থেকে বাঁচতে জলে ঝাঁপ দিল হরিণ, এক ঝটকায় শিকার করে নিল হায়না

Latest Viral Video: ইনস্টাগ্রাম পেজ @wildtrails.in থেকে 19 সেপ্টেম্বর পোস্ট করা ভিডিয়োটি আবার ভিডিয়োগ্রাফার এবং ফটোগ্রাফার @daniel.wraith শেয়ার করেছেন। এই ভিডিয়োটি এখনও পর্যন্ত 19 হাজারের বেশি লাইক এবং শত শত ভিউ পেয়েছে।

Viral Video: জংলী কুকুরদের থেকে বাঁচতে জলে ঝাঁপ দিল হরিণ, এক ঝটকায় শিকার করে নিল হায়না
Follow Us:
| Edited By: | Updated on: Sep 20, 2023 | 5:08 PM

জঙ্গলে কখন কে শিকারে পরিনত হচ্ছে, তা বলা দায়। প্রতি মুহূর্তেই জীবন হারানোর ভয়ে শিকারী প্রাণীদের থেকে পালিয়ে বেরায় অন্য ছোট প্রানীরা। কিন্তু কোনও কোনও ক্ষেত্রে শেষ রক্ষা আর হয় কই! সোশ্যাল মিডিয়ায় তার অনেক ভিডিয়ো ভাইরাল হয়, যা দেখে শিউরে ওঠা ছাড়া আর কোনও উপায় থাকে না। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দু’টি বন্য কুকুরের হাত থেকে বাঁচতে নদী পার হতে থাকল একটি হরিন। কিন্তু শিকারে পরিনত করল একটি হায়না। ভিডিয়োটি শেষ পর্যন্ত দেখলে আপনি চমকে উঠবেন।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি হরিণ বন্য কুকুরের হাত থেকে জীবন বাঁচাতে জলে প্রবেশ করেছে। নদীর পাড়ে কুকুর দাঁড়িয়ে আছে। এরই মধ্যে একটি হায়েনা হরিণটিকে দেখে জলে নামে। হরিণটিও তার কাছ থেকে দূরে সরে যায়। কিন্তু হায়েনাও শিকার ধরতে জলে ছুটতে থাকে। হরিণ নিজেকে বাঁচানোর যথাসাধ্য চেষ্টা করে। কিন্তু হয় না। কুকুর দুটি তখনও পাড়ে দাঁড়িয়ে। আর ততক্ষণে হায়নাটি ধরে ফেলে হরিণটিকে। ঘাড়ে কামড়ে দেয়। আর এভাবেই জল থেকে তুলে যানে মুখে করে। পাড়ে আসার সঙ্গে সঙ্গে কুকুর দু’টি তার থেকে শিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেও, তা হয় না। আর হায়না তার শিকার নিয়ে সেখান থেকে চলে যায়।

ইনস্টাগ্রাম পেজ @wildtrails.in থেকে 19 সেপ্টেম্বর পোস্ট করা ভিডিয়োটি আবার ভিডিয়োগ্রাফার এবং ফটোগ্রাফার @daniel.wraith শেয়ার করেছেন। এই ভিডিয়োটি এখনও পর্যন্ত 19 হাজারের বেশি লাইক এবং শত শত ভিউ পেয়েছে। অনেকে এই ভিডিয়োয় অনেক কমেন্টও করেছেন।