Viral Video: মেট্রোর বগিতে পুশআপ মেরে এক প্রৌঢ়কে চ্যালেঞ্জ দিল যুবক, তারপর সকলের চোখ ছানাবড়া!

Latest Viral Video: এই ভিডিয়োটি 25 লক্ষেরও বেশি ভিউ পেয়েছে। এখনও পর্যন্ত প্রচুর লাইক আর শেয়ার হয়েছে এই ভিডিয়ো। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, "ইন্টারনেট আছে বলেই এই সব প্রতিভা উঠে আসে সবার সামনে।"

Viral Video: মেট্রোর বগিতে পুশআপ মেরে এক প্রৌঢ়কে চ্যালেঞ্জ দিল যুবক, তারপর সকলের চোখ ছানাবড়া!
Follow Us:
| Edited By: | Updated on: Sep 19, 2023 | 6:37 PM

সোশ্যাল মিডিয়ায় প্রায়শই দিল্লি মেট্রোর কোনও না কোনও ভিডিয়ো ভাইরাল হয়। কখনও মানুষকে গান করতে দেখা যায়, কখনও আবার কেউ হনুমান নিয়ে মেট্রোয় ওঠে। আবার মাঝে মাঝে এমন কিছু ভিডিয়ো সামমে আসে, যা দেখে হাসি চেপে রাখা দায় হয়ে যায়। তারমধ্যেই এমন কিছু ভিডিয়ো থাকে, যা আপনাকে অবাক করতে বাধ্য। এবার সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে লোকেরা মেট্রো কোচের ভিতরে পুশআপ করতে শুরু করে। তবে ভিডিয়োটি দিল্লি মেট্রোর না কি অন্য কোনও শহরের মেট্রোতে তৈরি করা হয়েছে তা স্পষ্ট জানা যায়নি।

সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট @bboybharatragathi-এ এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, একজন যুবক মেট্রোর ভিতরে পুশআপ করতে শুরু করে। যে কোচে তিনি আছেন, সেখানে খুব একটা ভিড় নেই। মানুষ বসে তার এই কাণ্ড দেখছে। পাশে একজন মধ্যবয়সী লোকও রয়েছে, যে লোকটিকে পুশআপ করতে দেখছে। যুবকটি তাকেও পুশআপ করতে বলেন। প্রথমে তিনি অস্বীকার করলেও, পরে পুশআপ করা শুরু করেন। তারপরেই দেখা যায়, তিনি যুবকের চেয়ে দ্রুত এবং বেশি পুশআপ করেন, যা দেখে যুবকটিও অবাক হয়ে যায়। ভিডিয়োটি পোস্ট হতেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এই ভিডিয়োটি 25 লক্ষেরও বেশি ভিউ পেয়েছে। এখনও পর্যন্ত প্রচুর লাইক আর শেয়ার হয়েছে এই ভিডিয়ো। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “ইন্টারনেট আছে বলেই এই সব প্রতিভা উঠে আসে সবার সামনে।” আরও এক ব্যক্তি লিখেছেন, “মেট্রোতে এখন মানুষ ভাইরাল হওয়ার জন্য একের পর এক ভিডিয়ো বানিয়ে চলেছে।” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “যুবকটি ভাবতেই পারেনি যে, এমনটা হতে পারে।”