Viral Video: পাহাড়ের খাদকে গ্রাহ্য না করেই ইউটার্ন নিল এই গাড়ির চালক, ভিডিয়ো দেখে হতবাক নেটপাড়া…
ভিডিয়োর নির্দিষ্ট কিছু পয়েন্টে, গাড়িটিকে দেখে মনে হচ্ছে এটি একেবারে প্রান্তের ওপর থেকে পড়ে যেতে চলেছে।
অনলাইনে ব্যাপকভাবে ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে (Viral Video) দেখা যাচ্ছে একজন চালক একটি সরু পাহাড়ি রাস্তায় নিখুঁত ইউ-টার্ন (U Turn) নিচ্ছেন। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে একটি নীল রঙের গাড়ি ধীরে ধীরে রাস্তায় ঘুরছে। দর্শকরা তার পাশের ক্লিফ (Cliff) প্রান্তটি লক্ষ্য করে স্তব্ধ হয়ে গিয়েছিল। ভিডিয়োর নির্দিষ্ট কিছু পয়েন্টে, গাড়িটিকে দেখে মনে হচ্ছে এটি একেবারে প্রান্তের ওপর থেকে পড়ে যেতে চলেছে। কিন্তু চালক নিখুঁতভাবে ইউ-টার্নটি কার্যকর করতে সক্ষম হন এবং অবাধে গাড়ি চালিয়ে যান।
ভিডিয়োটি দেখুন:
The perfect 80 point turn! pic.twitter.com/bLzb1J1puU
— Dr. Ajayita (@DoctorAjayita) January 23, 2022
ভিডিয়োটি গতকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। টুইটারে, ক্লিপটি ১.৮ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। এটি ইনস্টাগ্রামেও এক মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা চালকের দক্ষতা নিয়ে উচ্ছ্বাস বন্ধ করতে পারেনি। অনেকে তাকে একটি পাহাড়ের ধারের কাছে উল্টে যাওয়ার সাহস কাটিয়ে এভাবে গাড়ি ঘোরানোর জন্য প্রশংসা করেছেন।
যদিও কিছু কিছু মানুষ একে চালকের বোকামো বলেও মনে করেছেন। তাঁদের মতে, কারণ ছাড়াই এতটা রিস্ক নিয়েছেন চালক। অনেকে আবার ভিডিয়োটিকে ফেক বলেও দাবি করেছেন ইতিমধ্যেই।
Kaahe ki Zid !! Call it ”murkhtaa” Anyways! I don’t find da same to b REAL
— VIVEK SHUKLA (@2004VIVEK) January 23, 2022
Inko koi bravery award de hi do already. ??
— MiiRa (@talesofBharat) January 23, 2022
me trying to turn my life around
— imbecile ?? (@xximbecile2) January 23, 2022