Viral Video: BDO-র বিদায় সম্বর্ধনায় মহিলার চটুল নাচের ভিডিয়ো ভাইরাল

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jul 20, 2023 | 12:13 PM

Viral Video Today: ঘটনাটি ঘটেছে বিহারের খাগরিয়ায়। গত 12 জুলাই ওই BDO বা ব্লক ডেভেলপমেন্ট অফিসারের জন্য বিদায় সম্বর্ধনার অনুষ্ঠানটির আয়োজন করা হয়। বিদায় সম্বর্ধনায় একবারে যেন পার্টির আমেজ। মদ্যপান চলছে, 'অশ্লীল নৃত্য' পরিবেশনের জন্য এক মহিলাকে নিয়ে আসা হয়েছে।

Viral Video: BDO-র বিদায় সম্বর্ধনায় মহিলার চটুল নাচের ভিডিয়ো ভাইরাল

Follow Us

অফিসের কোনও কর্মী তাঁর কর্মজীবন থেকে বিদায় নিলে সহকর্মীরা বেশ জাঁকজমক করে বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে কেউ গান গেয়ে শোনান, কেউ বা কবিতা পাঠ, আবার কোনও সহকর্মী আবার নাচও দেখাতে পারেন, দেখানও। কিন্তু সরকারি কর্মীর বিদায়ী অনুষ্ঠানে কোনও মহিলাকে ‘অশ্লীল নৃত্য’করতে দেখেছেন?  বিহারের সেরকমই এক ঘটনায় তীব্র চাঞ্চল্য ঘটেছে। ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।

ফ্রি প্রেস জার্নালের একটি প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে বিহারের খাগরিয়ায়। গত 12 জুলাই ওই BDO বা ব্লক ডেভেলপমেন্ট অফিসারের জন্য বিদায় সম্বর্ধনার অনুষ্ঠানটির আয়োজন করা হয়। বিদায় সম্বর্ধনায় একবারে যেন পার্টির আমেজ। মদ্যপান চলছে, ‘অশ্লীল নৃত্য’ পরিবেশনের জন্য এক মহিলাকে নিয়ে আসা হয়েছে। আর সেই বিডিও সেখানে নাচ দেখতে-দেখতে মহিলার হাতে টাকার নোট তুলে দিচ্ছে।


সরকারি কর্মীর রিটায়ারমেন্টের অনুষ্ঠানে ভোজপুরী গানে মহিলার এই চটুল নাচের জন্য তীব্র ভর্ৎসনা করা হয়েছে কর্তৃপক্ষকে। ভর্ৎসিত হয়েছেন ওই ব্লক ডেভেলপমেন্ট অফিসারও। জানা গিয়েছে, BDO সুনীল কুমারকে বিদায় জানাতে বেলদাউর ব্লক চত্বরে একটি অর্কেস্ট্রা পার্টির আয়োজন করা হয়েছিল।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, মেয়েটিকে অনুষ্ঠানে পারফর্ম করার জন্য ডাকা হয়েছিল। এছাড়াও, মেয়েটির পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে তাঁর হাতেই নগদ অর্থ দেওয়া হয়েছিল। ভিডিয়োতে তা দেখাও গিয়েছে। বিডিও অফিসের অন্যান্য সরকারি কর্মীদেরও ওই পার্টিতে নাচতে দেখা গিয়েছে।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, কোনও অনুমতি ছাড়াই পার্টির আয়োজন করা হয়েছিল। এদিকে এখন যিনি DM হিসেবে কাজ শুরু করেছেন, তিনি এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

Next Article