মুর্শিদাবাদ: ভোট আবহে ফের একবার বেআইনি মাদক পাচার (drugs smuggling) রুখল পুলিশ। সোমবার রাতে, গোপনে অভিযান পণ্ডিতপুরের কৃষকবাজার সংলগ্ন রাজ্য সড়ক থেকে হেরোইন-সহ তিনজনকে পাকড়াও করে লালগোলা থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃত নাজির শেখ, আসরাফুল শেখ ও সামায়ুন শেখ তিনজনেই রঘুনাথগঞ্জের কলাবাগ ও সম্মতিনগরের বাসিন্দা। মঙ্গলবার তিনজনকেই আদালতে তোলা হয়েছে। লালগোলা থানার এক পুলিশ অধিকর্তা জানিয়েছেন, অবৈধভাবে যে মাদক পাচার হচ্ছে সেই খবর আগে থেকেই ছিল। সোমবার রাতে, ওই তিন যুবক হেরোইন (drugs) হাত বদল করতে এলে সঙ্গে সঙ্গেই তাদের গ্রেফতার করে পুলিশ। মোট ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে যার আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা।
ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা গিয়েছে, তারা তিনজনেই কেবল মাদক পাচার (Smuggling) করে স্থানীয় কারবারির কাছে। এই কারবারের সঙ্গে কারা যু্ক্ত বা কোনও চক্র কাজ করছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্য, বঙ্গে নির্বাচন আবহে অবৈধ সামগ্রী পাচার রুখতে কড়া কমিশন। মাসখানেক আগে নির্বাচন কমিশন সূত্রেই জানা গিয়েছিল, মাত্র সতেরো দিনে ১১০ কোটিরও বেশি টাকার অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। মাত্র ২৪ ঘণ্টায় ১ কেজির বেশই পরিমাণ মাদক উদ্ধার করেছে পুলিশ যার মূল্য ৫ কোটি ৪৭ লক্ষ টাকা। এ বার ফের একবার ভোট আবহেই পাচার রুখল লালগোলা পুলিশ।
আরও পড়ুন: ভোটের আগে প্রাথমিক স্কুলে অস্ত্র মজুতের পরিকল্পনা! ধৃত ১