জলপাইগুড়ি: বিয়ের পর থেকেই নিজের শ্যালিকার সঙ্গে সম্পর্কে (Extra Marital Affair) জড়িয়ে পড়েছিলেন যুবক। সে কথা জানাজানি হতেই এলাকার মাতব্বরেরা সালিশি সভায় ২ লক্ষ টাকার নিদান দেন। এরপরেই বৃহস্পতিবার সকালে, বাড়ির পাশেই যুবকের ঝুলন্ত দেহ (hanging body) দেখতে পান স্থানীয়রা।
জানা গিয়েছে, বছর বাইশের ওই মৃত যুবকের নাম মনিকুল রহমান। ধূপগুড়ির ভেমটিয়ার বাসিন্দা। ৫ বছর আগে পাশের গ্রামের এক মেয়ের সঙ্গে বিয়ে হয় মনিকুলের। সদ্যই বাবা হয়েছিলেন মনিকুল। কিন্তু, বিয়ের পর নিজের শ্যালিকার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে ওই যুবক জড়িয়ে পড়েন বলে অভিযোগ ওঠে।
কিছুদিন আগে তাঁদের সম্পর্ক এলাকায় জানাজানি হতেই, গত ২৩ মার্চ গ্রামের মাতব্বররা মিলে সালিশি সভা বসান। সেখানে মনিকুলকে দোষী সব্যস্ত করে ২ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়। সভা ভেঙে যাওয়ার পর বাড়িতেই ফিরে গিয়েছিলেন মনিকুল। পরের দিন সকালে বাড়ির পাশের একটি গাছ থেকে মনিকুলের ঝুলন্ত দেহ (hanging Body) উদ্ধার হয়।
স্থানীয়দের অনুমান, সম্পর্কের কথা ধরা পড়ে যাওয়ায় এবং টাকা দিতে না পারার লজ্জায় আত্মহত্যা করেছেন মনিকুল। যদিও, এই ঘটনা নিয়ে মুখ খুলতে নারাজ মনিকুলের পরিবার। এই ঘটনাকে কেন্দ্র করে ধূপগুড়ি থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
আরও পড়ুন: চাপ চাপ রক্ত পড়ে কলাবাগানে, পাতা সরাতেই মিলল দুই ক্ষত বিক্ষত দেহ