Mamata to visit Alipurduar: মমতার জেলা সফরের আগে প্রস্তুতি তুঙ্গে আলিপুরদুয়ারে, হচ্ছে কর্মিসভার খুঁটিপুজো, দফায় দফায় বৈঠক

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jun 01, 2022 | 6:01 PM

Alipurduar news: আগামী ৭ জুন আলিপুরদুয়ারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও প্রশাসনিক সভার পাশাপাশি দলীয় সভা করবেন তিনি। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে হবে সেই কর্মিসভা। হাতে আর অল্প কয়েকদিন বাকি। তাই জেলায় তৃণমূলের কর্মী ও সমর্থকদের মধ্যে এক তৎপরতা তুঙ্গে।

Mamata to visit Alipurduar: মমতার জেলা সফরের আগে প্রস্তুতি তুঙ্গে আলিপুরদুয়ারে, হচ্ছে কর্মিসভার খুঁটিপুজো, দফায় দফায় বৈঠক
আলিপুরদুয়ারে মমতার কর্মিসভার প্রস্তুতি জোরকদমে

Follow Us

আলিপুরদুয়ার : রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ক্রমেই এগিয়ে আসছে। আর তার আগে কোন জেলায় কেমন কাজ হয়েছে, সেই সবের খোঁজখবর নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় ঘুরছেন। প্রশাসনিক বৈঠক করছেন। সেই সঙ্গে একটি করে দলীয় সভাও সেরে নিচ্ছেন। একুশের বিধানসভা নির্বাচন এবং তারপর পুরভোটে তৃণমূলের ব্যাপক সাফল্যের পরও কোনও খামতি রাখছেন না মমতা। এই পরিস্থিতিতে আগামী ৭ জুন আলিপুরদুয়ারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও প্রশাসনিক সভার পাশাপাশি দলীয় সভা করবেন তিনি। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে হবে সেই কর্মিসভা। হাতে আর অল্প কয়েকদিন বাকি। তাই জেলায় তৃণমূলের কর্মী ও সমর্থকদের মধ্যে এক তৎপরতা তুঙ্গে।

আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী সভার জন্য প্রস্তুতি চলছে জোরকদমে। বুধবার মমতার কর্মিসভার জন্য খুঁটিপুজোও সেরে নিলেন জেলার তৃণমূল নেতারা। ৭ জুন ওই সভায় দলের জেলা স্তরের সব নেতারা উপস্থিতি থাকবেন। তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক সভার প্রস্তুতি প্রসঙ্গে বলেন, “প্রতিটি বুথ থেকে লোকজন এই সভায় আনা হবে। প্রায় লক্ষাধিক মানুষের ভিড় হবে এই প্যারেড গ্রাউন্ডে। গতকাল আলিপুরদুয়ার পুরসভার হলে প্রস্তুতি সভাও করেছি। প্রতিটি অঞ্চল, প্রতিটি ব্লকে বার্তা পাঠানো হয়েছে। দলীয় কর্মী ও সমর্থকদের কীভাবে আনা হবে, সেই নিয়ে বলা হয়েছে।”

বিগত কিছুদিন ধরেই গুঞ্জন ছড়িয়েছে বেশ কয়েকজন বিজেপি নেতা-কর্মী ওই সভা থেকে তৃণমূলে যোগ দিতে পারেন। তবে এই বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে চাননি  জেলা তৃণমূল সভাপতি। তাঁর বক্তব্য, “এই কর্মসূচি আমার জানা নেই। যদি এমন কিছু হয়, তাহলে আপনাদের জানানো হবে।” তিনি আরও জানান, আগামিকাল (বৃহস্পতিবার) জেলা তৃণমূলের আরও একটি বৈঠক রয়েছে। বিশেষ করে চা বাগান এলাকাগুলি থেকে কীভাবে দলীয় কর্মীদের আনা হবে, তা নিয়েই আলোচনা হবে ওই বৈঠকে।

এদিকে মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির কথা তুলে ধরা হচ্ছে জেলা নেতৃত্বের তরফে। ইতিমধ্যেই তারা বিভিন্ন  ধরনের প্রচার কর্মসূচিও শুরু করে দিয়েছে।

Next Article