আলিপুরদুয়ার : মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে এবার জেলাশাসকের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন আত্মসমর্পণ করা কেএলও সদস্য ও লিঙ্কম্যানদের সংগঠন ‘সারেন্ডার কেএলও এন্ড লিঙ্কম্যান ওয়েলফেয়ার সোসাইটি’। এই সংগঠনের পাঁচ প্রতিনিধি আজ আলিপুরদুয়ার জেলাশাসকের দফতর ডুয়ার্সকন্যাতে যান। সেখানে তাঁরা জেলাশাসকের কাছে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি জমা দেন। আত্মসমর্পণ করা কেএলও সদস্য তথা ওই সংগঠনের সম্পাদক আনোয়ার হোসেন এদিন বলেন, “কোচবিহারে ১৫২ জন কেএলও সদস্য লিঙ্কম্যান রয়েছেন (যাঁরা আত্মসমর্পণ করেছেন)। তাদের এক বছরের বেশি সময় আগে পুলিশ ভেরিফিকেশন হয়ে থাকলেও চাকরি হচ্ছে না। অবিলম্বে আত্মসমর্পণ করা কেএলও সদস্য ও লিঙ্কম্যানদের চাকরি যাতে তাড়াতাড়ি হয় সে ব্যাপারে আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে আবেদন জানালাম।”
উল্লেখ্য, আগামী ৭ জুন আলিপুরদুয়ারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রশাসনিক সভার পাশাপাশি একটি রাজনৈতিক কর্মসূচিও রয়েছে তাঁর। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আর বেশি দেরি নেই। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর আলিপুরদুয়ার সফর স্বাভাবিকভাবেই বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজ্য রাজনীতির পর্যবেক্ষকরা। পাশাপাশি, সাম্প্রতিককালে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার যে দাবি উঠেছে, সেই জায়গায় মুখ্যমন্ত্রীর এই জেলা সফরের গুরুত্ব আরও বেড়েছে বলেই মত রাজনীতির কারবারিদের। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিষয়টি তাঁর নজরে আনতে চান আত্মসমর্পণ কেএলও সদস্য ও লিঙ্কম্যানরা।
তাঁদের বক্তব্য, “আমরা বঞ্চনা থেকে বাঁচতে পৃথক রাজ্য ও কামতাপুরী ভাষার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে আন্দোলনে নেমেছিলাম। মুখ্যমন্ত্রী আমাদের জন্য অনেক করেছেন। যাঁদের চাকরির বয়স চলে গিয়েছে, তাঁদের পরিবারের সদস্যদের যাতে স্পেশাল হোমগার্ড পদে তাড়াতাড়ি নিয়োগ করা হয়, সেই বিষয়ে তাঁরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চান। গোটা উত্তরবঙ্গে প্রায় ৬০০ জনের পুলিশ ভেরিফিকেশনের পর চাকরি হয়নি।” এর পাশাপাশি কেএলও সুপ্রিমো জীবন সিং এখনও মূলস্রোতে ফিরে আসেনি। শান্তি আলোচনার মাধ্যমে জীবন সিংকে যাতে মূল স্রোতে ফিরিয়ে আনা হয়, তার জন্য রাজ্য সরকারকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন ওই সংগঠনের সদস্যরা।