Elephant Attack: মাঝরাতে সুপারি বাগানে হুটোপাটির শব্দ, গৃহকর্তা টর্চ মারতেই চক্ষু ছানাবড়া…

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jun 03, 2022 | 10:09 PM

Elephant Attack: স্থানীয়দের দাবি, হাতির হানায় এলাকার প্রায় ২০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Elephant Attack: মাঝরাতে সুপারি বাগানে হুটোপাটির শব্দ, গৃহকর্তা টর্চ মারতেই চক্ষু ছানাবড়া...
হাতির হামলায় ভাঙল বাড়ি। নিজস্ব চিত্র।

Follow Us

আলিপুরদুয়ার: গভীর রাত। বাড়ির বাইরে কেমন একটা আওয়াজ। মনে হচ্ছে বেশ কয়েকজন ঘোরাফেরা করছে। জানলার ফাঁক দিয়ে উঁকি মারতেই আঁতকে উঠলে তহমিনা বিবি। বাড়ির সামনে ঘোরাফেরা করছে বিশাল দুই হাতি। ওদিকে শেখ মির্জার বাড়ির সামনেও মাঝরাতে কেমন যেন খচখচ শব্দ। দরজা খুলে বেরিয়ে দেখেন জমিতে হাতি। শুঁড়ের ধাক্কায় গাছ নুইয়ে দেওয়ার চেষ্টা করছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত ডুয়ার্সের মাদারিহাট বীরপাড়া ব্লকের খয়েরবাড়ি গ্রামপঞ্চায়েতের একাধিক এলাকায় তাণ্ডব চালাল হাতির দল। খয়েরবাড়ির ইসলামাবাদ এলাকার দৌলতপুর, হেদায়েতপুর, নিউপাড়া, হাজিপাড়ায় ৪০টি হাতির দল এদিন রাতভর তাণ্ডব চালায়।

খয়েরবাড়ি জঙ্গল থেকে বেরিয়ে হানা দেয় গ্রামে। স্থানীয়দের দাবি, হাতির হানায় এলাকার প্রায় ২০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও বনদফতর সূত্রে খবর, ১৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বিঘার পর বিঘা জমিতে ঢুকে সুপারি গাছ উপড়ে ফেলেছে এই হাতির দলটি। কপালে হাত গ্রামবাসীদের। সুপারি গাছ ফেলার পাশাপাশি কয়েক বিঘা জমিতে ভুট্টা ছিল। সেগুলিও সাবাড় করে তারা। হাতির পায়ের চাপে পিষ্ট হয়ে গিয়েছে ১০-১২ বিঘা জমির পাট।

দৌলতপুরের এক বাসিন্দা জানান, “হঠাৎই রাতে সুপারি বাগানে কেমন একটা মচ মচ শব্দ। মনে হচ্ছিল কেউ গাছ ধরে নাড়াচ্ছে। এদিকে রাতেরবেলা। চারদিক অন্ধকার। তবু বেরিয়ে এসে টর্চ মারি ক্ষেতের দিকে। দেখি হাতির দল। এরপর চোখে আলো পড়তেই আসতে আসতে হাতির দল পিছন দিয়ে চলে যায়।” অন্যদিকে হাজিপাড়ার এক বাসিন্দা জানান, “রাতেরবেলা কেমন একটা শব্দ পাচ্ছিলাম। শুনেই ঘর থেকে বেরিয়ে দেখি উঠোনে হাতি দাঁড়িয়ে আছে। এরপর ঘরে ভাঙচুর শুরু করল। ঘরবাড়ি ভেঙেছে, সুপারি গাছ ভেঙেছে।”

বৃহস্পতিবার গভীর রাতেই জলপাইগুড়ির ধূপগুড়িতে একটি স্কুলে তাণ্ডব চালায় একটি বুনো হাতি। মিড-ডে মিলের লোভে নাগরাকাটার সুখানি বস্তি প্রাইমারি স্কুলে ভাঙচুর চালায়। পার্শ্ববর্তী জলঢাকা জঙ্গল থেকে এদিন রাত আড়াইটে নাগাদ একটি বুনো হাতি সুখানি বস্তিতে ঢোকে বলে দাবি স্থানীয়দের। ঢুকেই সুখানি বস্তি প্রাইমারি স্কুলের পিছনের জানালা ভেঙে দেয়। সেই ঘরেই রাখা ছিল মিড-ডে মিলের সামগ্রী। প্রায় দু’ বস্তা চাল সে খেয়ে নেয় বলে জানা গিয়েছে।

Next Article