আলিপুরদুয়ার: আবার ভূমিকম্প অনুভূত হল বাংলায়। কাঁপল বাংলার মাটি। এবার ঘটনাস্থল আলিপুরদুয়ার। মঙ্গলবারই নেপালে ভূমিকম্পের জেরে প্রাণ হারান ১২৯ জন মানুষ। এরপর আজ আবার কম্পন অনুভূত হল।
বুধবার সকাল ১০টা নাগাদ মৃদু কম্পন অনুভূত হয় আলিপুরদুয়ারে। ন্যাশানাল সিসমোলজি সেন্টার সূত্রে খবর, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৩.৬। মূলত, মাটির প্রায় ১৪ কিলোমিটার নিচে ছিল ভূ-কম্পনের কেন্দ্র। তবে হালকা কম্পনের জন্য এলাকাবাসী তেমন একটা টের পাননি। কিন্তু কম্পনের কথা ছড়াতেই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।
আলিপুরদুয়ারের পাশাপাশি এ দিন ভূমিকম্প হয়েছে অসমেও। সেখানেও সকাল এগারোটা নাগাদ কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সিসমোলজি সেন্টার সূত্রে খবর, রিখটার স্কেলে অসমে কম্পনের মাত্রা ছিল ৪.১। মাটির ৩৮ কিমি গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্র।
সম্প্রতি, ভূমির কম্পনে কেঁপে ওঠে কলকাতা দিল্লি-সহ ভারতের একাধিক শহর। ঘটনার দিন রাত্রিবেলা শহরের বহুতলে কম্পন টেরও পাওয়া যায়। সেই ঘটনার পর আজ আবার কম্পনে কাঁপল বাংলা।