মাদারিহাট: মাদারিহাটে উপনির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক ঝামেলা। মুজনাই চা বাগানে বিজেপি প্রার্থী রাহুল লোহারের গাড়ি আটকে বিক্ষোভ জনসাধারণের। যদিও, বিজেপি প্রার্থীর দাবি এটা বিক্ষোভ নয়। তৃণমূলের দাদাগিরি। পাল্টা নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়েছে তৃণমূল।
এলাকাবাসীর দাবি, এলাকায় কোনও উন্নয়ন হয়নি। সেই কারণে গাড়ি নিয়ে বেরতেই ঘিরে ধরে উত্তেজিত জনতা। আর তারপর বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। বিষয়টি নিয়ে রাহুল লোহার বলেন, “তৃণমূল জানে শান্তিমতো ভোট হলে ওরা হেরে যাবে। বিজেপি সব ভোট পাবে। সেই কারণে তৃণমূলের গুণ্ডা এসে অশান্তি করছে। আমার উপর আক্রমণ করেছে। আমার গাড়ির উপর আক্রমণ করেছে। আমাদের পোলিং এজেন্টকেও বের করে দেওয়া হয়েছিল।” তিনি এও বলেন, “এখানে উন্নয়ন কে করবে? পঞ্চায়েত-জেলাপরিষদ-সরকার সব তৃণমূলের। কাজ করবে তো তৃণমূল। বিজেপির তো কাজের জায়গা নেই।”
এ দিকে, তৃণমূলের তরফে বক্তব্য, “এতদিনের সাংসদ ছিলেন জন বার্লা। যখন ভোট পেয়ে জিতেছে কী কাজ করেছে? খালি ভাঁওতাবাজি দিয়ে চলে যাচ্ছে। মমতা দিদির সরকার অনেক কাজ করেছে। এই যে রাস্তা হয়েছে সেইটাও তৃণমূল করেছে।”